কাতারে বাংলাদেশিদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার অনুরোধ দূতাবাসের

Loading...

কাতারে বাংলাদেশিদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার অনুরোধ দূতাবাসের

দোহায় ইসরায়েলি হামলায় উদ্‌ভূত পরিস্থিতিতে কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দোহায় ইসরাইলের মিসাইল হামলায় উদ্‌ভূত পরিস্থিতিতে কাতারে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং অযথা বাইরে চলাফেরা না করার আহ্বান জানানো হচ্ছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি ও নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইন বহির্ভূত বলেও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জরুরি প্রয়োজনে বাংলাদেশি নাগরিকদের দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০ এবং ইমেইল [email protected] এ যোগাযোগ করতে হবে।

প্রসঙ্গত, কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতাদের ওপর হত্যাচেষ্টা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এক হামাস সূত্র জানিয়েছে, এই হামলা চালানো হয় যখন একটি আলোচনা দল আমেরিকার প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করছিল।

আরও পড়ুন

itvbd

Loading...

Loading