শাহ আমানত বিমানবন্দরে কর্মচাঞ্চল্য বাড়ছে, ফিরছে বিদেশি এয়ারলাইনস

Loading...

চট্টগ্রাম থেকে একসময় আন্তর্জাতিকভাবে জেদ্দা, মদিনা, আবুধাবি, দুবাই, শারজাহ, মাসকট, কলকাতা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া রুটে যাত্রা করা যেত।

কিন্তু পর্যাপ্ত সুযোগ-সুবিধার ঘাটতি ও বিভিন্ন জটিলতার কারণে বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইনস চট্টগ্রাম থেকে ফ্লাইট বন্ধ করে দিয়েছিল।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

গত সাড়ে চার বছরে ৫টি এয়ারলাইনস কার্যক্রম বন্ধ করার পর সম্প্রতি দুটি এয়ারলাইনস আবারও ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ১৮ সেপ্টেম্বর সালাম এয়ার চট্টগ্রাম-মাস্কট রুটে ফ্লাইট চালু করেছে। ২৬ অক্টোবর ফ্লাই দুবাইও পুনরায় অপারেশন শুরু করবে।

প্রত্যেক ফ্লাইটে যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় এয়ারলাইনসগুলো ফের ফিরছে। বর্তমানে শাহ আমানত থেকে আন্তর্জাতিকভাবে চারটি এয়ারলাইনস (বিমান বাংলাদেশ, ইউএস বাংলা, এয়ার আরাবিয়া, সালাম এয়ার) এবং অভ্যন্তরীণ রুটে চারটি এয়ারলাইনস (বিমান বাংলাদেশ, ইউএস বাংলা, এয়ার আস্ট্রা, নভোএয়ার) ফ্লাইট পরিচালনা করছে।

গত চার বছরে যাত্রী ও ফ্লাইটের সংখ্যা ক্রমবর্ধমান। ২০২২ সালে ১৪ লাখ ৫৫ হাজার, ২০২৩ সালে ১৬ লাখ ২৭ হাজার, ২০২৪ সালে ১৬ লাখ ৪১ হাজার ৬১১ জন যাত্রী যাতায়াত করেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে ৭ লাখ ১৬ হাজার ৪২১ জন। ফ্লাইট পরিচালনা ২০২২ সালে ১৯,৯৩৫টি, ২০২৩ সালে ২০,৫০৮টি, ২০২৪ সালে ১৮,৭১৫টি এবং চলতি বছরের প্রথম ছয় মাসে ১১,৩০০টি।

শাহ আমানত বিমানবন্দর ২০০৯ সালে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করে। ২০১৩ সালে আইকাও-এর স্বীকৃতি লাভ করে। এ পর্যন্ত প্রায় ১৭টি এয়ারলাইনস আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করেছে।

বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর জানান, বিদেশি এয়ারলাইনস ফেরায় বিমানবন্দরের কার্যক্রম সম্প্রসারিত হবে। সৌদি এয়ারলাইনস ও কাতার এয়ারওয়েজ ফিজিবিলিটি স্টাডির পর চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু করতে পারে। পাশাপাশি, জার্মান কনসালট্যান্সি প্রতিষ্ঠান ‘এয়ারপোর্ট কনসালটিং পার্টনার জিএমবিএইচ’ ত্রিস্তর ভিত্তিক মাস্টারপ্ল্যান বাস্তবায়নের কাজ করছে, ২০৩৫, ২০৫০ ও ২০৭০ সালের মধ্যে পর্যায়ক্রমে পূর্ণ হবে।

শাহ আমানত বিমানবন্দর এখন পুনরায় আন্তর্জাতিক বিমান চলাচলে উজ্জীবিত হচ্ছে এবং আগামী বছরগুলিতে আরও বিদেশি এয়ারলাইনসের আগমন আশা করা যাচ্ছে।

আরো পড়ুন

Loading...

Loading