বাংলাদেশি পাসপোর্ট: উন্নয়নশীল দেশের নাগরিকত্ব, কিন্তু বৈশ্বিক অঙ্গনে অগৌরবের প্রতীক
Loading...

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের অপেক্ষায় বাংলাদেশ। অর্থনীতির পরিসর বেড়েছে, জিডিপিতে অর্জন প্রশংসনীয়, বৈদেশিক বাণিজ্যও বিস্তৃত। কিন্তু বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের পাসপোর্ট দিন দিন হয়ে উঠছে অগৌরবের প্রতীক।
যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত ২০২৫ সালের সর্বশেষ পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান নেমে এসেছে ১০০তম স্থানে— যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থাকা উত্তর কোরিয়ার সমান।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
গত বছর বাংলাদেশ ছিল ৯৭তম অবস্থানে। বর্তমানে বাংলাদেশের নাগরিকরা বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে মাত্র ৩৮টিতে ভিসামুক্ত বা আগাম ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন, যা এক বছরে চারটি গন্তব্য কমেছে।
ভুটান-মিয়ানমারের চেয়েও পেছনে বাংলাদেশ
হেনলি সূচক অনুযায়ী, গৃহযুদ্ধ-জর্জরিত মিয়ানমার ও দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র দেশ ভুটানও বাংলাদেশের চেয়ে এগিয়ে। ভুটান ৯২তম, মিয়ানমার ৯৬তম স্থানে রয়েছে। ভারতের অবস্থান ৮৫তম এবং বাংলাদেশের সঙ্গে তুলনীয় অর্থনীতির দেশ থাইল্যান্ড ৬৬তম স্থানে।
সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের মতে, “ভুটান কিংবা মিয়ানমারের পাসপোর্টের মান বাংলাদেশের চেয়ে ভালো হওয়াটা লজ্জার। দেশের নাগরিকদের বিদেশযাত্রায় প্রতারণা ও মিথ্যাচার আন্তর্জাতিকভাবে বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে।”
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
অর্থনৈতিক অগ্রগতি, কিন্তু আস্থার সংকট
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর তথ্যমতে, ২০২৫ সালে বাংলাদেশের জিডিপি দাঁড়াবে ৪৭৫ বিলিয়ন ডলার, যা বিশ্বে ৩৫তম বৃহত্তম অর্থনীতি। অথচ অর্থনৈতিকভাবে সমমানের ভিয়েতনাম (৯২তম) ও ফিলিপাইন (৭৯তম)— উভয় দেশের পাসপোর্ট বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী।
সিপিডি’র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, “বাংলাদেশের পাসপোর্ট দুর্বল হওয়ার পেছনে অর্থনৈতিক কারণ নয়, বরং কূটনৈতিক ও প্রশাসনিক দুর্বলতা দায়ী। অনেক দারিদ্র্যপীড়িত দেশের পাসপোর্ট আমাদের চেয়ে শক্তিশালী, এটি গভীর সংকেত।”
ভ্রমণ সীমাবদ্ধতা ও ভিসা সংকট
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু বন্ধ বা সীমিত করেছে ভিয়েতনাম, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ভ্রমণের পর অনেকে অবৈধভাবে দেশে না ফেরায় এসব দেশ বাংলাদেশি নাগরিকদের প্রতি কঠোর হয়েছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
জাতির ভাবমূর্তির প্রতিফলন
বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান মনে করেন, “পাসপোর্টের মান কোনো বিচ্ছিন্ন সূচক নয়। এটি রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, ও সামাজিক বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ফিরলেই পাসপোর্টের মানও বাড়বে।”
সূচকের বাস্তবতা
হেনলি সূচকে বর্তমানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলংকা (৯৮), মিয়ানমার (৯৬), ভুটান (৯২), ভারত (৮৫) ও মালদ্বীপ (৫৬)-এর পেছনে। বাংলাদেশের নিচে রয়েছে কেবল নেপাল (১০১), পাকিস্তান (১০৩) এবং যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান (১০৮)।
আরো পড়ুন
Loading...
