হোয়াটসঅ্যাপের ডিলিট করা মেসেজ পড়ার উপায়
Loading...

হোয়াটসঅ্যাপের ডিলিট করা মেসেজ পড়ার উপায়
হোয়াটসঅ্যাপ বিশ্বজুড়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। প্রতিদিন কোটি কোটি মানুষ এখানে সংযোগে থাকেন এবং নানা ধরনের বার্তা পাঠান। অনেক সময় প্রেরক মেসেজ পাঠানোর পরে তা ডিলিট করে দেন—এমন পরিস্থিতিতে পাঠক কৌতূহলবশত জানতে চান মেসেজটিতে আসলে কী লেখা ছিল।
থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেও ডিলিট হওয়া মেসেজ দেখা সম্ভব, তবে এসব অ্যাপ প্রাইভেসি ও নিরাপত্তা ঝুঁকির সঙ্গে আসে। কারণে অনিশ্চিত উৎসের অ্যাপ ব্যবহার করলে ব্যক্তিগত তথ্য ফাঁস বা ম্যালওয়্যার আক্রমণের সম্ভাবনা থাকে, তাই এগুলো ব্যবহার করার আগে সতর্কতা অবলম্বন করা উচিত।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
আনড্রয়েড ব্যবহারকারীদের জন্য ভালো খবর হলো—অ্যান্ড্রয়েড ১১ এবং তার পরবর্তী ভার্সনে বিল্ট-ইন একটি নোটিফিকেশন হিস্ট্রি ফিচার রয়েছে, যার মাধ্যমে কিছু ক্ষেত্রে ডিলিট করা মেসেজ দেখা যায়।
এই ফিচার সক্রিয় করলে ফোন সর্বশেষ ২৪ ঘণ্টার নোটিফিকেশন লগ ট্র্যাক করে, সেখানে হোয়াটসঅ্যাপের টেক্সট মেসেজও অন্তর্ভুক্ত থাকে; ফলে কেউ মেসেজ ডিলিট করলেও সেটি নোটিফিকেশন হিস্ট্রিতে দেখা যেতে পারে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
ফিচারটি চালু করার ধাপগুলো সাধারণত হলো—হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে নোটিফিকেশন অংশে প্রবেশ করা এবং মোর সিলেকশনের মাধ্যমে নোটিফিকেশন হিস্ট্রি সক্রিয় করা। একবার এটি অন হলে পূর্ববর্তী নোটিফিকেশন লগ থেকে মেসেজ পুনরুদ্ধার করা যায়।
তবে মনে রাখতে হবে, এই পদ্ধতিটি প্রধানত টেক্সট মেসেজের জন্য কার্যকর; ছবি, ভিডিও বা ভয়েস নোট নোটিফিকেশন হিস্ট্রিতে খুব কমই পূর্ণরূপে দেখা যায়।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
নিরাপদ ব্যবহারের পরামর্শ হিসাবে, থার্ড পার্টি অ্যাপ ডাউনলোডের আগে তার রিভিউ, অনুমতি ও প্রাইভেসি নীতির খতিয়ান দেখে নিন। গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল বার্তার ক্ষেত্রে সর্বদা সতর্ক থাকুন—কারণ ডিলিট করা মেসেজ দেখা মানেই অন্য কারো প্রাইভেসিতে হস্তক্ষেপের সম্ভাবনা তৈরি হতে পারে।
আরো পড়ুন
Loading...






