বাংলাদেশ-পাকিস্তান শিরোপার লড়াই আজ
Loading...

বাংলাদেশ-পাকিস্তান শিরোপার লড়াই আজ
রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনালে শুক্রবার সুপার ওভারে নাটকীয় জয় তুলে নেয় বাংলাদেশ। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় অধিনায়ক আকবর আলীর থ্রো।
ভারত ‘এ’ দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সেই থ্রো’র ব্যাখ্যা দিতে পারেননি তিনি নিজেও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবার কাছে ক্ষমাপ্রার্থনা করেন আকবর জানান, সেই মুহূর্তে তার মাথায় কী ভর করেছিল, তা তিনি নিজেও জানেন না। ফাইনালে আজ পাকিস্তান শাহিনসের (এ দল) বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ ‘এ’ দল। খেলা শুরু রাত সাড়ে ৮টায়।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
দোহায় টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ তোলে ৬ উইকেটে ১৯৪ রান। নির্ধারিত ২০ ওভারে স্কোরকার্ডে একই রান দাঁড়ায় ভারতেরও। এর আগে মঞ্চস্থ হয় এর নাটকীয় মুহূর্তের। জয়ের জন্য ইনিংসের শেষ বলে ভারতের প্রয়োজন ছিল ৪ রান।
প্রথম বল খেলতে নামা হার্শ দুবের শট যায় লং অনে থাকা জিশান আলমের কাছে। সেখান থেকে উইকেটকিপার আকবরের কাছে বল পাঠানোর মধ্যে দুই রান নেন ভারতীয় ব্যাটাররা। তবে ঝুঁকি নিয়ে তাদের দ্বিতীয় রান নেয়ার সময় সবাইকে অবাক করে একদম কাছ থেকেই স্টাম্পে থ্রো করে বসেন আকবর। হয়তো চাপের মধ্যেই খেই হারান টাইগার অধিনায়ক।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
বল স্টাম্পে না লেগে চলে যায় আরেকটু দূরে, সেখানে ফিল্ডারও ছিল না কোনো। সেই সুযোগে তৃতীয় রান নিয়ে ম্যাচ টাই করে ফেলে ভারত। এ ঘটনা নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আকবর বলেন, ‘যারা আমাদের সমর্থন করেছেন, সবার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। আমি সমীকরণটা জানতাম, তবে শেষ বলে আমার মাথায় কী হয়েছিল জানি না, আমি থ্রো করে ফেলি।’
বাংলাদেশকে সাপোর্ট করতে ক্লিক করে টিকেট কিনুন:
যদিও সুপার ওভারে ভারতীয়দের কোনো সুযোগই দেননি মূল ম্যাচের শেষ দিকে দারুণ বোলিং করা রিপন মণ্ডল। দুই বলে দুই উইকেট তুলে নিয়ে ভারতীয়দের সাজঘরে ফেরান শূন্য হাতে। এতে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১ রান।
অবশ্য পেসার সুয়াশ শর্মার বলে ইয়াসির আলী যখন সীমানায় তালুবন্দি হলেন, তখন বাংলাদেশি সমর্থকদের হৃদস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম। এরপর ক্রিজে এসে ভাগ্যের ছোঁয়া পান আকবর। মূল্যবান রানটি আসে ওয়াইড বল থেকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সুপার ওভারে যখন ব্যাট হাতে নামলাম, আমি (নিজেকে) শুধু বলেছি, যা-ই হোক, আমি দায়িত্ব নেব।’ মূল ম্যাচে ৩৫ রানে ১ উইকেট পাওয়ার পর সুপার ওভারে নায়ক বনে যাওয়া রিপন হন মাচসেরা।
দ্বিতীয় সেমিফাইনালে শুক্রবার শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৫ রানের জয় তুলে নেয় পাকিস্তান শাহিনস (এ দল)। তাদের ৯ উইকেটে ১৫৩ রানের জবাবে ৯ উইকেটে ১৪৮ রানে থামে লঙ্কানরা।
রান তাড়ায় এক পর্যায়ে ৯৯ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচের বাইরেই চলে যায় শ্রীলঙ্কা। সেখান থেকে দলকে টেনে তোলেন মিলান রত্নায়েকে। তবে শেষ ৪ বলে যখন ৮ রান দরকার, তখন এলবিডব্লিউ হয়ে যান মিলান (৩২ বলে ৪০)।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






