বিশ্বের শীর্ষ ধনীদের পছন্দের তালিকায় এখন এক নম্বরে দুবাই

Loading...

বিশ্বের শীর্ষ ধনীদের পছন্দের তালিকায় এখন এক নম্বরে দুবাই

নিরাপত্তা, কর সুবিধা এবং বিলাসবহুল জীবনযাপনের আকর্ষণে বিশ্বের শীর্ষ ধনীদের নতুন ঠিকানা হয়ে উঠছে দুবাই। বিত্তশালীদের বসবাসের জন্য বর্তমানে পছন্দের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের এই শহরটি।

বিশেষ করে এশিয়া, ইউরোপ এবং পার্শ্ববর্তী দেশগুলো থেকে প্রচুর সংখ্যক বিত্তবান মানুষ এখন আমিরাতমুখী হচ্ছেন।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

সুইস আর্থিক প্রতিষ্ঠান ইউবিএস তাদের সদ্য প্রকাশিত ‘বিলিয়নেয়ার অ্যামবিশন্স রিপোর্ট ২০২৫’-এ এই তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বের প্রায় ৩৬ শতাংশ বিলিয়নেয়ার বা ধনকুবের অন্তত একবার তাদের নিজের দেশ ছেড়ে অন্য দেশে স্থায়ী হয়েছেন।

এই স্থানান্তরের ক্ষেত্রে ধনীদের পছন্দের তালিকায় দুবাই ছাড়াও রয়েছে সিঙ্গাপুর, লন্ডন এবং নিউইয়র্ক। তবে অন্য সব শহরকে ছাপিয়ে ধনীদের প্রধান কেন্দ্র হিসেবে দুবাইয়ের নামই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।

Loading...

ধনীদের এই দেশান্তরের পেছনে মূলত চারটি প্রধান কারণ কাজ করছে। এগুলো হলো- ব্যক্তিগত ও সম্পদের নিরাপত্তা, নতুন ব্যবসার সুযোগ, কর সংক্রান্ত সুবিধা এবং উন্নত জীবনমান।

বিশেষ করে ভারত, পাকিস্তান, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে উচ্চ সম্পদশালী ব্যক্তিরা দুবাইয়ে পাড়ি জমাচ্ছেন। করমুক্ত ব্যবস্থা, শক্তিশালী অর্থনীতি এবং একটি স্থিতিশীল সরকার ব্যবস্থা থাকায় দুবাইকে তারা ভবিষ্যৎ নিরাপদ আশ্রয়স্থল মনে করছেন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

রিপোর্টে আরও একটি উল্লেখযোগ্য দিক উঠে এসেছে, যা হলো নারী বিলিয়নেয়ারদের উত্থান। ২০২৫ সালে পুরুষদের তুলনায় নারী ধনকুবেরদের সম্পদ বাড়ার হার ছিল দ্বিগুণ।

পুরুষদের সম্পদ যেখানে গড়ে ৩ শতাংশ বেড়েছে, সেখানে নারীদের সম্পদ বৃদ্ধির হার ৮ শতাংশেরও বেশি। প্রযুক্তি, ফিন্যান্স এবং নতুন ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান আত্মবিশ্বাসই এই প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।

Loading...

চলতি বছর ধনী পরিবারগুলো তাদের উত্তরাধিকারীদের কাছে রেকর্ড পরিমাণ সম্পদ হস্তান্তর করেছে, যার পরিমাণ ২৯৭.৮ বিলিয়ন ডলার। তরুণ প্রজন্মের এই উত্তরাধিকারীরা তাদের নতুন জীবন ও ব্যবসার কেন্দ্র হিসেবে আমিরাতকে বেছে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

পূর্বাভাস অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে বিশ্বের ধনী পরিবারগুলো তাদের পরবর্তী প্রজন্মের কাছে প্রায় ৭ ট্রিলিয়ন ডলার হস্তান্তর করবে। এই বিপুল সম্পদ স্থানান্তরের ফলে দুবাইয়ের মতো নিরাপদ আর্থিক অঞ্চলগুলোর গুরুত্ব আরও বাড়বে।

Loading...

সামগ্রিকভাবে ২০২৫ সালে বৈশ্বিক সম্পদের পরিমাণ রেকর্ড ১৫.৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পাশাপাশি মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরব ও আমিরাতে সম্পদের এই প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। এছাড়া নিজস্ব প্রচেষ্টায় যারা বিলিয়নেয়ার হয়েছেন, তারা এ বছর বৈশ্বিক সম্পদে আরও ৩৮৬.৫ বিলিয়ন ডলার যুক্ত করেছেন।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading