কাতার এখন বৈশ্বিক মধ্যস্থতাকারী : হাকান ফিদান

Loading...

কাতার এখন বৈশ্বিক মধ্যস্থতাকারী : হাকান ফিদান

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কাতারকে উদীয়মান বৈশ্বিক মধ্যস্থতাকারী হিসেবে অভিহিত করেছেন।

দোহা ফোরামের সাইডলাইনে শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই বার্ষিক সম্মেলন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং কাতারের কূটনৈতিক প্রভাব এখন আর শুধু একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

ফিদান বলেন, ‘কাতার এখন আর শুধু আঞ্চলিক মধ্যস্থতাকারী নয়, বরং বৈশ্বিক মধ্যস্থতাকারী হয়ে উঠেছে। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় সংঘাত নিরসনে দেশটি বড় ভূমিকা পালন করছে।’

তিনি উল্লেখ করেন যে বৈশ্বিক সমস্যার পাশাপাশি ফিলিস্তিন ও সিরিয়ার মতো আঞ্চলিক বিষয়গুলো আলোচনার টেবিলে আনার ক্ষেত্রে দোহা ফোরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Loading...

এই ফোরামে উপস্থিত হতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন। বছরের পর বছর ধরে মধ্যস্থতার প্রচেষ্টার জন্য তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির নেতৃত্বের প্রশংসা করেন।

তুরস্ক ও কাতারের সম্পর্ককে ‘অবিচ্ছেদ্য বন্ধন’ হিসেবে বর্ণনা করেন হাকান ফিদান। তিনি জানান, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং কাতারের আমিরের মধ্যকার আদর্শিক সম্পর্ক এই বন্ধনকে আরও শক্তিশালী করেছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

বিনিয়োগ, অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে দুই দেশের ব্যাপক সহযোগিতা রয়েছে এবং আঙ্কারা এই প্রচেষ্টা আরও বাড়াতে চায় বলে তিনি উল্লেখ করেন।

ইসরায়েলের সমালোচনা করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং প্রতিশ্রুতি অনুযায়ী মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। তিনি বলেন, ‘এগুলো বড় সমস্যা। ফিলিস্তিনে শান্তি ফেরাতে স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনীতে সেনা পাঠানোসহ যেকোনো উপায়ে অবদান রাখতে তুরস্ক প্রস্তুত।’

Loading...

সিরিয়া প্রসঙ্গে ফিদান জানান, তুরস্ক, আঞ্চলিক দেশসমূহ এবং আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়ায় সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। তবে তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতি সিরিয়া ও বৃহত্তর অঞ্চলের জন্য ক্রমেই হুমকি হয়ে উঠছে।

দুদিনব্যাপী এই আয়োজনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও বোর্জ ব্রেসি, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং মাইক্রোসফটের সাবেক সিইও বিল গেটসসহ বিশ্বনেতারা অংশ নিয়েছেন। আনাদোলু এজেন্সি এই ইভেন্টের গ্লোবাল কমিউনিকেশন পার্টনার হিসেবে কাজ করছে।

Loading...

উল্লেখ্য, ‘দ্য ইনোভেশন ইম্পারেটিভ’ প্রতিপাদ্য নিয়ে ২০২৪ সালের ডিসেম্বরে এই ফোরামের গত আসর অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ৩৫০ জনের বেশি বক্তাসহ ৫ হাজারের বেশি অতিথি অংশ নিয়েছিলেন।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading