ইরানে স্বর্ণের বিশাল মজুত আবিষ্কার

Loading...

ইরানে স্বর্ণের বিশাল মজুত আবিষ্কার

এই স্বর্ণখানির মজুত প্রায় ৬১ মিলিয়ন টন বলে নিশ্চিত হওয়া গেছে।

ইরানে স্বর্ণের একটি বিশাল মজুত আবিষ্কৃত হয়েছে। দেশটির দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত বেসরকারি মালিকানাধীন শাদান স্বর্ণ খনিতে নতুন একটি স্বর্ণের শিরা বা ভেইন স্ট্রাকচার শনাক্ত হয়েছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

এ ঘটনাকে দেশটির খনিজ মজুতের জন্য একটি বড় অগ্রগতি হিসেবে দেখছে স্থানীয় সংবাদমাধ্যম। খবর দ্য টাইমস অব ইসরায়েল।

ইরানের সরকার সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, এই স্বর্ণখানির মজুত প্রায় ৬১ মিলিয়ন টন বলে নিশ্চিত হওয়া গেছে। নব আবিষ্কৃত এই মজুত ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে যাচাই ও অনুমোদন করেছে।

Loading...

মূল্যায়নে দেখা গেছে, নতুন শিরাটিতে রয়েছে ৭ দশমিক ৯৫ মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক, এবং ৫৩ দশমিক ১ মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক।

ইরান কখনোই নিজেদের জাতীয় স্বর্ণ মজুদের পরিমাণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে দেশটি সাম্প্রতিক বছরগুলোতে স্বর্ণ কেনা অনেক বাড়িয়েছে বলে দাবি করে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

গত সেপ্টেম্বর ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদরেজা ফারজিন জানান, ২০২৩-২৪ সালে কেন্দ্রীয় ব্যাংকটি বিশ্বে শীর্ষ পাঁচ স্বর্ণ-ক্রয়কারী ব্যাংকের একটি ছিল। দেশটির আইএসএনএ সংবাদমাধ্যমেও এ তথ্য প্রকাশিত হয়।

কেন্দ্রীয় ব্যাংকের আরেক কর্মকর্তা ইয়েকতা আশরাফির উদ্ধৃতি দিয়ে জানানো হয় আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপের মধ্যে স্বর্ণ মজুত বৃদ্ধির খবর দেশটির অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়তা করবে।

ইরানে মোট ১৫টি স্বর্ণখনি রয়েছে। এর মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলের জারশোরান খনিটি সবচেয়ে বড়।

Loading...

ডলারের বিপরীতে রিয়ালের ক্রমাগত দরপতন ও লাগামহীন মুদ্রাস্ফীতির কারণে অনেক ইরানির জন্য স্বর্ণই এখন নিরাপদ বিনিয়োগ।

সোমবার খোলা বাজারে এক ডলার লেনদেন হয়েছে প্রায় ১১ লাখ ৭০ হাজার রিয়ালে। আর ইউরো দাঁড়িয়েছে প্রায় ১৩ লাখ ৬০ হাজার রিয়ালে। বিনিময় হার নজরদারি সাইট ‘বনবাস্ট’ ও ‘আলানচান্ড’ এসব তথ্য জানিয়েছে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading