গরুচোর সন্দেহে প্রবাসীকে পিটিয়ে হত্যা
Loading...

গরুচোর সন্দেহে প্রবাসীকে পিটিয়ে হত্যা
মাগুরা সদর উপজেলায় আকিদুল ইসলাম (৪৫) নামে এক প্রবাসীকে গরু চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (০৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে ইছাখাদা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। তিনি পাকা কাঞ্চনপুর গ্রামের শহর আলীর ছেলে।
নিহতের ছেলে সাইমন জানান, তার বাবা পাঁচ মাস আগে সাইপ্রাস থেকে দেশে ফিরেছেন।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
তিনি ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন। রাতের গাড়িতে রওনা দিয়ে ভোর রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার সময় ইছাখাদা বাজারে নামলে পথে চোর অপবাদ দিয়ে তাকে গণধোলাই দেয় একই গ্রামের মিলন, সত্তার, মনিরুল, রশিদসহ বেশ কিছু প্রতিবেশী।
এ সময় তারা আকিদুলের ফোন ব্যবহার করে বাড়িতে ফোন দিয়ে দুই লাখ টাকা দাবি করেন। এটিকে একটি পূর্বপরিকল্পিত হত্যার ঘটনা বলে দাবি করে তিনি জানান, তার বাবা আকিদুলের কাছে ইতোপূর্বেও চাঁদার টাকা চেয়েছিল প্রতিপক্ষরা।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
সেটি না পেয়ে ষড়যন্ত্র করে সুযোগ বুঝে তাকে পিটিয়ে হত্যা করেছে। গ্রামের ওই গ্রুপটির সঙ্গে তাদের পূর্ব বিরোধ রয়েছে বলেও উল্লেখ করেন নিহতের পরিবারের সদস্যরা।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, বুধবার ভোররাতে মাগুরা সদরের আঠারোখাদা ইউনিয়নের মালন্দ গ্রাম থেকে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় ইছাখাদা এলাকায় এলে স্থানীয়রা চোর চোর বলে ধাওয়া করে।
Loading...
এক পর্যায়ে গরু রেখে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে গুরুতর আহত হন আকিদুল। গণধোলাইয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে অস্থায়ী মর্গে রাখা হয়েছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






