২০২৬ ফিফা বিশ্বকাপ বয়কটের ডাক, টিকিট বাতিলের হিড়িক
Loading...

২০২৬ ফিফা বিশ্বকাপ বয়কটের ডাক, টিকিট বাতিলের হিড়িক
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে এখনো কয়েক মাস বাকি। তার আগেই বিপাকে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে গত মঙ্গলবার জরুরি সতর্কঘণ্টা বেজে ওঠে, তখন জানা যায় যে হাজার হাজার ফুটবলপ্রেমী আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট বা বুকিং বাতিল করছেন।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া ‘বয়কট ওয়ার্ল্ড কাপ’ ক্যাম্পেইন এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। খবর দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে হতে যাওয়া এ আসরের অধিকাংশ ম্যাচই (১০৪টির মধ্যে ৭৮টি) অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম ‘রয়্যাল নিউজ’-এর এক প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহের শেষ দিকে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে প্রায় ১৬ হাজার ৮০০ সমর্থক তাদের টিকিট বা আবেদনের বুকিং বাতিল করেছেন।
সমর্থকদের আপত্তির প্রধান কারণগুলোর অন্যতম হলো যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক অস্থিরতা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ও কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক সমর্থকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সে সঙ্গে আছে নিরাপত্তা উদ্বেগ।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
সম্প্রতি মিনিয়াপোলিসে এক অভিযানে পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অনেক দেশের নাগরিক আমেরিকাকে এ মুহূর্তে অনিরাপদ মনে করছেন। যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। দেশটির কড়া ভিসানীতি এবং ‘আইসিই’ কর্মকর্তাদের হাতে হেনস্তা হওয়ার ভয়ে বিদেশী পর্যটকরা পিছু হটছেন।
পরিস্থিতি সামাল দিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো চলতি সপ্তাহেই এক জরুরি বৈঠক তলব করেছেন। এ বৈঠকে আয়োজক দেশগুলোর প্রতিনিধি এবং সদস্যদেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।
Loading...
যদিও ফিফা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে টিকিট বিক্রির হার এখনো স্থিতিশীল, তবে পর্দার আড়ালে কর্মকর্তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ স্পষ্ট। উল্লেখ্য, ডিসেম্বর পর্যন্ত ফিফার কাছে ১৫ কোটি টিকিটের আবেদন জমা পড়েছিল, যার মধ্যে মাত্র ৬০-৭০ লাখ টিকিট শেষ পর্যন্ত বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে।
সাধারণত ফিফা বিক্রি হওয়া টিকিটের টাকা ফেরত দেয় না। বিশেষজ্ঞদের ধারণা, বর্তমানের এ ‘ক্যানসেলেশন’ আসলে টিকিট বিক্রির তৃতীয় ধাপে করা নতুন আবেদনগুলো প্রত্যাহার করা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যদি এ ট্রেন্ড চলতেই থাকে, তবে আসরের হোটেল বুকিং এবং বিমান সংস্থাগুলোও বড় ধরনের লোকসানের মুখে পড়বে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






