ইন্দোনেশিয়ার জন্য যুদ্ধজাহাজ বানাচ্ছে তুরস্ক ও কাতার

Loading...

ইন্দোনেশিয়ার জন্য যুদ্ধজাহাজ বানাচ্ছে তুরস্ক ও কাতার

ইন্দোনেশিয়ার নৌবাহিনীকে আধুনিকায়ন করতে একজোট হয়েছে তুরস্ক এবং কাতার। দোহায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সমুদ্র-প্রতিরক্ষা প্রদর্শনী ‘ডিমডেক্স (DIMDEX) ২০২৬’-এর প্রথম দিনেই ১ বিলিয়ন ডলার বা প্রায় ১০ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির অধীনে ইন্দোনেশিয়ার জন্য দুটি অত্যাধুনিক ISTIF-শ্রেণীর ফ্রিগেট বা যুদ্ধজাহাজ নির্মাণ করা হবে তুরস্ক ও কাতারের প্রতিরক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে তুর্কি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান TAIS এবং কাতারের বারজান হোল্ডিং আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

অংশীদারিত্বের নতুন মডেল প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তিটি কেবল জাহাজ কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয় এটি বিশ্বব্যাপী নৌ-প্রতিরক্ষা বাণিজ্যের একটি নতুন পরিবর্তনকে তুলে ধরছে, যেখানে দেশগুলো এককভাবে ঝুঁকি না নিয়ে অংশীদারিত্ব ও যৌথ অর্থায়নের মাধ্যমে উন্নত প্রযুক্তির যুদ্ধজাহাজ সংগ্রহ করছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

ডিমডেক্সের ক্রমবর্ধমান গুরুত্ব দোহা থেকে পাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ডিমডেক্স এখন কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই, বরং এটি জটিল সব নৌ-প্রকল্পের সুনির্দিষ্ট বাণিজ্যিক কাঠামোতে রূপান্তরের একটি বড় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এই চুক্তির মাধ্যমে বিশ্ববাজারে তুর্কিয়ের জাহাজ নির্মাণ শিল্পের সক্ষমতা এবং কাতারের বারজান হোল্ডিংয়ের আর্থিক ও কৌশলগত প্রভাব আরও জোরালো হলো।

ইন্দোনেশিয়ার জন্য তৈরি হতে যাওয়া এই ফ্রিগেটগুলো দক্ষিণ-পূর্ব এশিয়ার সামুদ্রিক নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading