দেশে এসে ঈদ করা হলো না কাতার প্রবাসী বোরহানের

Loading...

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কাতার প্রবাসীর

মীরসরাইয়ে আইপিএসের ব্যাটারিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাতার প্রবাসী বোরহান উদ্দিনের (৪০)মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

বোরহান উদ্দিন বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের শেখ কলিম উদ্দিন বাড়ির শেখ আবু বক্কর সিদ্দিকের ছেলে। ৮ দিন পূর্বে তিনি ঈদ উপলক্ষে দেশে আসেন।

জানা যায়, সোমবার সকালে বসতঘরে আইপিএসের ব্যাটারিতে পানি দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্টে বোরহান অজ্ঞান হয়ে পড়েন। স্বজনরা প্রথমে তাকে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাজীব কুমার দে জানান, পরিবারের লোকজন সকালে মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরিবার জানিয়েছে, বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।

আরও খবর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Loading...

Loading