২০ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে নভোএয়ার

Loading...

২০ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে নভোএয়ার

বন্ধ হয়ে যাচ্ছে দেশীয় এয়ারলাইন্স সংস্থা নভোএয়ার। আগামী ২০ এপ্রিল থেকে তাদের ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নভোএয়ারের সেলস ডিপার্টমেন্টের হেড মেসবাউল হক।

এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মাহবুব কবির মিলন এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

তিনি ফেসবুকে লিখেন ডমেস্টিক এয়ারলাইনস নভোএয়ার ১৯/০৪/২৫ থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এটা তাদের মালিকদের সিদ্ধান্ত। তারা আর এ ব্যবসা করবে না। সব প্লেন বিক্রি করে দিচ্ছে। আকাশ পরিবহনে অবশ্যই এটা একটা খারাপ খবর। কম্পিটিটিভ বিনিয়োগ বা ব্যবসার যুগে একটা ভাল এবং চালু ব্যবসা বন্ধ হয়ে যাবে, তা মেনে নেয়া খুব কঠিন।

তিনি আরও লিখেন এখন বেসরকারি এয়ারলাইনস থাকল শুধু ইউএস বাংলা। এয়ার এস্ট্রা ইউএস বাংলার। মনোপলি ব্যবসা দাঁড়িয়ে যাবে এখন। জনগণের বিকল্প পছন্দের রাস্তা সীমিত হয়ে গেল। অবশ্যই এটা একটা খারাপ খবর।

এ বিষয়ে জানতে চাইলে নভোএয়ারের জনসংযোগ কর্মকর্তা নীলাদ্রি শেখর বলেন, ‘এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিনা। কোনো সিদ্ধান্ত হলে আপনাকে জানানো হবে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

তবে অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, নভোএয়ার তাদের সব উড়োজাহাজ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে তারা তাদের বহরে অত্যাধুনিক উড়োজাহাজ যোগ করার কথা জানিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত তারা নতুন উড়োজাহাজ ক্রয় করতে পারেনি।

অপরদিকে, বিদ্যমান উড়োজাহাজগুলোও বিক্রি করতে পারেনি। এ ছাড়া ১৯ এপ্রিল থেকে তারা টিকেট বিক্রি বন্ধ রেখেছে। ফলে ১৯ তারিখ থেকে তাদের ফ্লাইট আর চলছে না এটা প্রায় নিশ্চিত। সংশ্লিষ্ট সূত্র বলছে, সিদ্ধান্ত পরিবর্তন না হলে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।

এ বিষয়ে নভোএয়ার কর্মকর্তা মেজবাউল হক সময়ের আলোকে বলেন ১৯ এপ্রিল পর্যন্ত বিক্রি করা হয়েছে। ২০ এপ্রিল থেকে আপাতত নভোএয়ারের ফ্লাইট চালানো হবে না। আগামী মাসের ১ম সপ্তাহ থেকে ফ্লাইট চলবে। এখন পর্যন্ত ম্যানেজমেন্টের এটাই সিদ্ধান্ত।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরও খবর

shomoyeralo

Loading...

Loading