ফ্লাইট মিসের পর কীটনাশক পানে যুবকের মৃত্যু

Loading...

ফ্লাইট মিসের পর কীটনাশক পানে যুবকের মৃত্যু

রাজধানীর খিলক্ষেত থানাধীন মোহাম্মাদিয়া গার্মেন্টসের পাশে একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় কীটনাশক পানে মো. ফরহাদ হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

ফরহাদ ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঢেউখালি গ্রামের আব্দুর রব শেখের ছেলে। তিনি খিলক্ষেত এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

পরিবার ও সহকর্মীদের বরাতে জানা যায়, গতকাল শুক্রবার রাতে মালয়েশিয়া যাওয়ার জন্য ফরহাদের ফ্লাইট ছিল। তিনি দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

তবে দালালদের কাছ থেকে সময়মতো প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় তাঁর ফ্লাইট বাতিল হয়ে যায়। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

সহকর্মী আসিফ জানান, সন্ধ্যা সাতটার দিকে ফরহাদ রুমে দরজা বন্ধ করে কীটনাশক পান করেন। পরে বিষয়টি টের পেয়ে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে খিলক্ষেত থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন

itvbd

Loading...

Loading