কাতারের সড়কে দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবক নিহত

Loading...

কাতারের সড়কে দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবক নিহত

‎মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় মো. রায়হান (২২) নামে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় কাতারের সময় বিকাল ৫টায় সাহানীয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

‎রায়হান রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উত্তরপাড়া এলাকার নুর মোহাম্মদ নুরু ও শেলী আকতারের ছেলে। দেড়বছর আগে প্রবাসে গিয়ে কাতারের হোমসালাল মোহাম্মদ নামক জায়গায় থাকতেন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

তিনি গত ২০২২ সালে বেতাগী রহমানিয়া মাদ্রাসা হতে দাখিল পাস করেন। পরিবারের দুই ভাইয়ের মধ্যে ছোট। ব্যক্তিগত জীবনেঅবিবাহিত। ‎‎নিহত রায়হানের চাচাত ভাই কাতার প্রবাসী হাসান জানান, রায়হান নিজের গাড়িতে করে ফুড ডেলিভারি দিতো।

সোমবার স্থানীয় সময় বিকেল ৫ টায় ফুড ডেলিভারি দেয়ার সময় তার রানিং কার গাড়িকে পেছন থেকে পাকিস্তানি এক ড্রাইভার চালিত পিকাপভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে সে গাড়ি থেকে ছিটকে পড়ে যায়।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

পরে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে কাতারের হামেদ হসপিটাল মর্গে রয়েছে।

‎তার কাতার প্রবাসী চাচা আবু সায়ীদ জানান, ‘পুলিশের অফিসিয়াল কার্যক্রম শেষ করে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যাচ্ছি যেখানে লাশ রাখা আছে। সবকিছু শেষ কবে আমরা দেশে লাশ পাঠানোর ব্যবস্থা করছি। তবে কিছুদিন সময় লাগবে।’

Loading...

‎তিনি আরও জানান, তারা দুই ভাই কাতারে থাকেন। চার পাঁচ বছর আগে বড় ভাই কাতার যাওয়ার পর দেড় বছর আগে রায়হানকে কাতারে নিয়ে গিয়েছিলেন। সেখানে তিনি গাড়ির লাইসেন্সও নেন এবং একটি গাড়িও ক্রয় করেন।

আরও পড়ুন

যায়যায়দিন

Loading...

Loading