বাংলাদেশি পাসপোর্টে ভিসা ছাড়াই ঘুরতে পারবেন যে ৩৯ দেশ

Loading...

বাংলাদেশি পাসপোর্টে ভিসা ছাড়াই ঘুরতে পারবেন যে ৩৯ দেশ

আপনি কি ভ্রমণপ্রেমী? পাসপোর্ট হাতে ঘুরে বেড়াতে চান দেশ-দেশান্তরে? তাহলে আপনার জন্য একটা ভালো খবর ও কিছু বাস্তবতা আছে।

বিশ্বের পাসপোর্ট শক্তির তালিকায় বাংলাদেশ এবার উঠেছে ৯৪তম স্থানে। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স তাদের ‘গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স’-এর ২০২৫ সালের মাঝামাঝি সংস্করণে এই তথ্য প্রকাশ করেছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

গত বছরের তুলনায় বাংলাদেশ সামান্য এগিয়েছে। ২০২৪ সালে অবস্থান ছিল ৯৭তম, আর ২০২৩ সালে ছিল ১০১তম। যদিও উন্নতির হার খুব বেশি না, তারপরও কিছুটা অগ্রগতি চোখে পড়ার মতো।

এই র‍্যাংকিং অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন ৩৯টি দেশে ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল ভিসা নিয়ে ভ্রমণ করতে পারেন। তালিকাটি বিশ্লেষণ করলে দেখা যায়, বেশিরভাগই দ্বীপ দেশ বা আফ্রিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ছোট দেশগুলো।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

চলুন দেখে নেই, বাংলাদেশি পাসপোর্টে ভিসা ছাড়াই ঘোরা যায় যেসব দেশ:

বাহামাস, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কোমোরোস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, শ্রীলঙ্কা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, গাম্বিয়া, তিমোর-লেস্তে, ত্রিনিদাদ ও টোবাগো, তুভালু এবং ভানুয়াতু।

এই দেশগুলোতে যেতে হলে অনেক ক্ষেত্রেই আগে থেকে কোনো ভিসার দরকার নেই—কিছু দেশে পৌঁছেই অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যায়, আবার কিছু দেশে নির্দিষ্ট সময় পর্যন্ত একেবারেই ভিসা ছাড়াই ঘোরা যায়।

Loading...

এই র‍্যাংকিংটি তৈরি হয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA-এর তথ্যের ভিত্তিতে। হেনলি অ্যান্ড পার্টনার্স বিশ্বের ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিশ্লেষণ করে প্রতিবছর এই তালিকা প্রকাশ করে।

এদিকে, ২০২৫ সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। তারা ভিসা ছাড়াই বিশ্বের প্রায় সব দেশেই ভ্রমণ করতে পারে।

পাসপোর্ট শক্তির এই হিসাবগুলো শুধু সংখ্যার খেলা নয়—এগুলো জানিয়ে দেয়, একজন নাগরিক হিসেবে আপনার চলাফেরা কতটা স্বাধীন। তাই যদি আপনার বিদেশ ভ্রমণের স্বপ্ন থাকে, তাহলে এই তথ্যগুলো কাজে লাগতে পারে।

Loading...

ভবিষ্যতে আরও বেশি দেশের দুয়ার খুলে যাক আমাদের জন্য—এই আশা থাকল।

আরও পড়ুন

দৈনিক জনকণ্ঠ

Loading...

Loading