সৌদিতে কর্মীর পাসপোর্ট জব্দ ও ফি নেওয়া নিষিদ্ধ, প্লেনভাড়া বহন করবেন নিয়োগদাতা
Loading...

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় গৃহস্থালি খাতে কর্মরত শ্রমিকদের সুরক্ষায় কঠোর নতুন নিয়ম জারি করেছে।
নতুন নীতিমালায় বলা হয়েছে—গৃহকর্মীদের কাছ থেকে নিয়োগ, পেশা পরিবর্তন, সেবা হস্তান্তর বা ওয়ার্ক পারমিটের জন্য কোনো ধরনের ফি আদায় সম্পূর্ণ নিষিদ্ধ।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
একই সঙ্গে কর্মীর পাসপোর্ট বা আকামা জব্দের বিরুদ্ধেও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই নিয়ম ভাঙলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল (প্রায় সাড়ে ৬ লাখ টাকা) জরিমানা এবং তিন বছরের জন্য নতুন কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
বার্তা সংস্থা ওকাজ ও সৌদি গেজেট জানিয়েছে, নতুন এই নির্দেশনা ‘গাইড টু দ্য রাইটস অ্যান্ড অবলিগেশনস অব ডোমেস্টিক ওয়ার্কার্স’-এর অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, গৃহকর্মীদের সম্মানজনক জীবনযাপন ও স্থিতিশীল কর্মপরিবেশ নিশ্চিত করাই এ নীতির মূল লক্ষ্য।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
এছাড়া, নতুন নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, প্রতি দুই বছর পর কর্মীর নিজ দেশে ফেরার প্লেনভাড়া নিয়োগদাতাকেই বহন করতে হবে। এর পাশাপাশি কর্মঘণ্টা, বিশ্রাম, খাদ্য, চিকিৎসা ও বেতন পরিশোধ সংক্রান্ত বিষয়েও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, গৃহকর্মীদের প্রতি মানবিক আচরণ, তাদের অধিকার রক্ষা এবং নিয়োগদাতা–কর্মীর পারস্পরিক সম্পর্ককে আরও স্বচ্ছ ও আইনি কাঠামোর আওতায় আনার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
নতুন নিয়ম কার্যকর হওয়ার মাধ্যমে সৌদির গৃহকর্মী খাতে স্বচ্ছতা ও শ্রমিক কল্যাণ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
আরো পড়ুন
- কম খরচে ঢাকা–জেদ্দা ফ্লাইট চালু করল ফ্লাইএডিল
- সৌদিতে কর্মীর পাসপোর্ট জব্দ ও ফি নেওয়া নিষিদ্ধ, প্লেনভাড়া বহন করবেন নিয়োগদাতা
- প্রবাসী করদাতাদের জন্য সহজ হলো আয়কর রিটার্ন দাখিল
- সৌদিতে প্রবাসীদের জন্য বড় সুখবর: স্পন্সরের অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন ও ভ্রমণের স্বাধীনতা
- ১৬ নভেম্বর থেকে প্রবাসীদের জন্য উন্মুক্ত হবে নির্বাচনী অ্যাপ: কমিশনার সানাউল্লাহ
Loading...
