বিভ্রান্তির বেড়াজালে কাতার-আফগানিস্তান ক্রিকেট

Loading...

বিভ্রান্তির বেড়াজালে কাতার-আফগানিস্তান ক্রিকেট

টেস্ট খেলুড়ে আফগানিস্তানের বিপক্ষে কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন (QCA) যেটিকে তাদের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ হিসেবে প্রচার করছিল, খেলার সময় ঘনিয়ে আসতেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB) সেটিকে নাম দিলো ‘প্রস্তুতি ম্যাচের সিরিজ’!

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

শনিবার রাতে কাতারের দোহায় ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই বিভ্রান্তিকর ঘটনাটি ঘটে। কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রথম ম্যাচের সূচি ৮ নভেম্বর ঘোষণা করে এবং এটিকে ‘পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্বিপক্ষীয় সিরিজ’ হিসেবে প্রচার করে আসছিল। আইসিসির ওয়েবসাইটেও এটি ‘টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল’ হিসেবেই তালিকাভুক্ত ছিল।

Loading...

খেলা শুরুর নির্ধারিত সময় ছিল সন্ধ্যা সাড়ে ৫টা (স্থানীয় সময়)। কিন্তু এর কয়েক ঘণ্টা আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) টুইট করে জানায়, এই সিরিজে তাদের ‘এ’ দল (আফগান আবদালিয়ান) খেলবে এবং এটি রাইজিং স্টারস এশিয়া কাপ ২০২৫-এর প্রস্তুতি হিসেবে ‘অনুশীলন ম্যাচ’।

এই ঘোষণার পরই বিভ্রান্তি তৈরি হয়। খেলা শুরুর ঠিক আগে আইসিসি ওয়েবসাইট থেকে ম্যাচটি সরিয়ে ‘বাতিল’ স্ট্যাটাস দেওয়া হয়।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

অবশেষে, নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর রাত ৮টায় খেলা শুরু হলেও কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশনের ইউটিউব চ্যানেলে তখনও ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ’ লেখা। তবে ধারাভাষ্যকার শুরুতেই এটিকে ‘প্রীতি ম্যাচ’ বলে পরিচয় করিয়ে দেন!

Loading...

উইজডেন ডটকম-এর সঙ্গে যোগাযোগ করা হলে আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করে, এই ম্যাচগুলোর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি মর্যাদা নেই—এগুলো শুধুই দুটি দলের মধ্যে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচ।

খেলা দেরিতে শুরুর কারণ হিসেবে এসিবি ‘প্রযুক্তিগত সমস্যার’ কথা জানায়। বিভ্রান্তি যাই থাকুক না কেন, শেষ পর্যন্ত ক্রিকেট হয়েছে মাঠে!

দারউইশ রাসুলীর নেতৃত্বে আফগানিস্তান ‘এ’ প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭৩ রান তোলে। জবাবে কাতার অলআউট হয় মাত্র ১০৮ রানে, ফলে আফগানিস্তান ‘এ’ ৬৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচের মর্যাদা নিয়ে এই টানাপোড়েন ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading