সৌদিতে ৭ দিনে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেপ্তার

Loading...

সৌদিতে ৭ দিনে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে বসবাস, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ১৯ হাজার ৫৭৬ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে ১২ হাজার ৫০৬ জন আবাসিক আইন ভঙ্গের দায়ে আটক হয়েছেন। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় ৪ হাজার ১৫৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আরও ২ হাজার ৯১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে আটক ১ হাজার ৪১৮ জনের মধ্যে ৫৭ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৪১ শতাংশ ইয়েমেনের এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ছাড়া প্রতিবেশী দেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় ২৪ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধ অভিবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি অবৈধভাবে দেশে প্রবেশে সহায়তা করে, যেমন পরিবহন বা আশ্রয়ের ব্যবস্থা করে তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি জব্দের বিধান রয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সন্দেহজনক কোনো কার্যক্রম নজরে এলে মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading