কাতারে মহান বিজয় দিবস উদযাপন

Loading...

কাতারে মহান বিজয় দিবস উদযাপন

বাংলাদেশ দূতাবাস, দোহাতে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর দূতাবাস প্রাঙ্গণে দু’পর্বের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি পালনের শুভ সূচনা করেন।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

দিবসটি উপলক্ষে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার বাণীসমূহ পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা।

সন্ধ্যার অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে স্বাধীনতা যুদ্ধের অমর শহিদগণের পুণ্য স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

Loading...

মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্যভিত্তিক “বিজয়ের আনন্দে নতুন বাংলাদেশ”-শীর্ষক একটি আলোচনায় বক্তাগণ বাংলাদেশের অভ্যুদয়ে মহান মুক্তিযুদ্ধের শহিদদের অবদানকে গভীর শ্রদ্ধায় এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলের অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

নতুন বাস্তবতা ও প্রেক্ষাপটে বাংলাদেশ পুন:গঠনের এ সুযোগ যেন আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে বক্তাগণ আহ্বান জানান।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

মহান মুক্তিযুদ্ধের শহিদদের অমর স্মৃতি এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে রাষ্ট্রদূত বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগ বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ করে দিয়েছে। ‘৭১-এর স্বাধীনতার সংগ্রাম’ ও ‘২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান’ উভয়েরই মূল লক্ষ্য ছিল একটি শোষণহীন, বৈষম্যহীন, বঞ্চনামুক্ত গণতান্ত্রিক, উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া।

তিনি অন্তবর্তীকালীন সরকারের সংস্কার পরিকল্পনাগুলি অতিথিদের কাছে তুলে ধরেন এবং অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বর্ণনা করেন এবং পোস্টাল ভোটিং এর মাধ্যমে প্রবাসী সকলকে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় অংশগ্রহণের আহবান জানান।

Loading...

অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে কাতার সফররত দুর্নীতি দমন কমিশনের সম্মানিত সচিব মোঃ খালেদ রহিম বাংলাদেশে দুর্নীতি দমনে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।

পরবর্তীতে “মোরা ঝঞ্ঝার মত উদ্দাম” শিরোনামে একটি অংশগ্রহণমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্ববোধক গান, কবিতা ও নৃত্য পরিবেশিত হয়। এতে দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ, বাংলাদেশ স্কুলের ছাত্র-ছাত্রী এবং স্থানীয় বাংলাদেশী বৈশাখী ব্যান্ড গ্রুপসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। দেশাত্ববোধক গানের সাথে উপস্থিত সবাই কণ্ঠ মেলান। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সকলের জন্য একটি নৈশভোজের আয়োজন করা হয়।

Loading...

অনুষ্ঠানে কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকগণ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র-ছাত্রী এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিগণ সপরিবারে উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading