সিলেটে একশ জন পাচ্ছেন ‘প্রবাসী সম্মাননা’

Loading...

সিলেটে একশ জন পাচ্ছেন ‘প্রবাসী সম্মাননা’

সিলেট, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের অবদানের স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেট জেলার একশ প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা দিচ্ছে জেলা প্রশাসন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল আগামীকাল শনিবার অনুষ্ঠেয় ‘প্রবাসী সম্মাননা ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এই তথ্য নিশ্চিত করে এক চিঠিতে তিনি জানিয়েছেন, দেশে ও প্রবাসে নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেটের একশ জন প্রবাসীকে এই সম্মাননা দেওয়া হবে।

এই উপলক্ষে শনিবার সকাল ১০টায় প্রবাসীদের সম্মানে বর্ণাঢ্য র‌্যালি, সকাল ১১টায় সিলেটের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামে সফল প্রবাসী সম্মাননা অনুষ্ঠান এবং সন্ধ্যা সিলেট সার্কিট হাউসে স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

Loading...

জেলা প্রশাসন আরও জানায়, গত ১৭ নভেম্বর সিলেট জেলা প্রশাসন সিলেটের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে ছয় ক্যাটাগরিতে আবেদন আহ্বান করে। গত ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়।

ক্যাটাগরির মধ্যে রয়েছে— সফল পেশাজীবী, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং বাংলাদেশি পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক। এসব ক্যাটাগরিতে আবেদনের জন্য পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে গুগল ফর্ম, ইমেইল ঠিকানা দেওয়া হয়।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

সিলেট জেলা প্রশাসনের অতিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বাসসকে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সম্মাননার জন্য বিশ্বের ১১টি দেশে অবস্থানরত সিলেটের ছয় শতাধিক প্রবাসী আবেদন করেছিলেন।

যাচাই-বাছাই শেষে পঞ্চাশের অধিক ব্যক্তিকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শনিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের হাতে এই সম্মাননা তুলে দেবেন।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading