দোহায় সান সিটি গ্রুপের নতুন থ্রি-স্টার হোটেল ‘ম্যাজেস্টিক ইন’-এর যাত্রা শুরু

Loading...

দোহায় সান সিটি গ্রুপের নতুন থ্রি-স্টার হোটেল ‘ম্যাজেস্টিক ইন’-এর যাত্রা শুরু

কাতারের আতিথেয়তা খাতে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে সান সিটি গ্রুপ দোহায় তাদের নতুন প্রতিষ্ঠান ‘হোটেল ম্যাজেস্টিক ইন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।

আধুনিক স্থাপত্য ও উন্নত নাগরিক সুবিধার সমন্বয়ে গঠিত এই থ্রি-স্টার হোটেলটি আজ থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

সেবার মান ও সুযোগ-সুবিধা হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটক এবং ব্যবসায়িক ভ্রমণে আসা অতিথিদের আরামদায়ক অভিজ্ঞতা দিতে ‘ম্যাজেস্টিক ইন’-এ রাখা হয়েছে বৈচিত্র্যময় সব আয়োজন।

আবাসন সুবিধার পাশাপাশি এখানে রয়েছে উন্নতমানের রেস্টুরেন্ট, কফি শপ, আধুনিক জিম এবং স্পা সুবিধা। এছাড়াও অতিথিদের ব্যক্তিগত গ্রুমিংয়ের জন্য হোটেলে একটি আধুনিক সেলুনও অন্তর্ভুক্ত করা হয়েছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

বিকাশমান পর্যটন খাত কাতারের ক্রমবর্ধমান পর্যটন চাহিদাকে মাথায় রেখে সান সিটি গ্রুপ এই প্রকল্পটি হাতে নিয়েছে। স্বল্প ও দীর্ঘ মেয়াদে দোহায় অবস্থানকারী অতিথিদের জন্য বাজেটের মধ্যে মানসম্মত সেবার নিশ্চয়তা দিচ্ছে এই প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী অনুষ্ঠানে সানসিটি গ্রুপের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম সহ সানসিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা আশা প্রকাশ করেন যে, সেবার মানে ম্যাজেস্টিক ইন দ্রুতই দোহায় জনপ্রিয় হয়ে উঠবে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading