কাতারের জলসীমায় অবৈধভাবে বিনা অনুমতিতে ঢুকে পড়ায় বাহরাইনের নৌবাহিনীর ২টি নৌজাহাজ আটক করেছে কাতারের কোস্টগার্ড বাহিনী।
কাতারের উত্তর-পশ্চিম প্রান্তে বুধবার এই ঘটনা ঘটে।
আটকের পরপর কাতারের পক্ষ থেকে বাহরাইনের কমান্ড সেন্টারে যোগাযোগ করা হয়। কিন্তু বাহরাইন তাতে কোনো সাড়া দেয়নি।
ফলে বাহরাইনের নৌসেনাদেরকে আটক করে কাতার।
পরে বাহরাইনের নৌ কর্মকর্তা জানান, নৌ মহড়া চলাকালে ফেরার পথে কমান্ড সেন্টারের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তারা ভুলে কাতারের জলসীমায় ঢুকে পড়েন।
পরে বাহরাইনের নৌ কমান্ড সেন্টারের সাথে আবারও যোগাযোগ করে কাতার।
এ সময় আটককৃত নৌসেনারা তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য অনুমতি প্রার্থনা করে। ফলে কাতারের কোস্টগার্ড কর্তৃপক্ষ তাদেরকে ছেড়ে দেয় এবং বাহরাইনে ফিরে যাওয়ার সুযোগ দেয়।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com