প্রবাসীদের জন্য নানারকম নতুন সুবিধা ঢাকা বিমানবন্দরে

Loading...

প্রবাসীদের জন্য আরও সুবিধা বাড়ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে: ক্যাব চেয়ারম্যান

হযরত শাহজালাল বিমানবন্দরে যাত্রী সেবার মান বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিশেষ করে প্রবাসীদের আরো সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য কাজ চলমান বলে জানিয়েছেন মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া।

কাতারের সব আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে

Loading...

মঙ্গলবার (৮ অক্টোবর) সিভিল অ্যাভিয়েশন হেড কোয়ার্টারে এভিয়েশন এবং পর্যটন খাতের সাংবাদিক সংগঠন এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ (এটিজেএফবি) সাথে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধারণ ক্ষমতার থেকেও অনেক বেশি পরিমাণ যাত্রীর চাপ সামাল দিচ্ছে।

বিমানবন্দরের সেবা বৃদ্ধিতে সিভিল আভিয়েশন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। নতুন নতুন আরো বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেগুলো চলমান।

তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে প্রবাসী যাত্রীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের দ্বিতীয় তলায় একটি বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হচ্ছে।

সেখানে দূর দূরান্ত থেকে আগত প্রবাসীদের বিশ্রাম নেয়া এবং স্বল্পমূল্যে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করা হবে।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে দেখুন চাকরির খবর

Loading...

এ সময় উপস্থিত ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম, এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার, সহ-সভাপতি রাজীব ঘোষ, সাংগঠনিক সম্পাদক ইমরুল কাওসার ইমন, ইসি সদস্য আলতাব মাহমুদ, সংগঠনের সিনিয়র সদস্য আবুল আজাদ সোলাইমান, নিয়াজ মোরশেদ, সারোয়ার আলম প্রমুখ।

The Daily Bhorer Dak

Loading...

Loading