ট্রাম্পের সফরকালে ১৬০ বোয়িং উড়োজাহাজের ক্রয়াদেশ দিয়েছে কাতার এয়ারওয়েজ

Loading...

ট্রাম্পের সফরকালে ১৬০ বোয়িং উড়োজাহাজের ক্রয়াদেশ দিয়েছে কাতার এয়ারওয়েজ

বোয়িংয়ের ৭৭৭এক্স এবং ৭৮৭ উড়োজাহাজের সঙ্গে জিই এয়ারোস্পেসের ইঞ্জিনের জন্য দেওয়া এই ক্রয়াদেশ ৯ হাজার ৬০০ কোটি ডলারের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাতার সফরের সময় দেশটির রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স কাতার এয়ারওয়েজ মার্কিন কোম্পানি বোয়িংকে ১৬০টি উড়োজাহাজ সরবরাহের আদেশ দিয়েছে, পাশাপাশি আরও ৫০টি কিনতে পারে বলে জানিয়েছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

বুধবারের এই ক্রয়াদেশ বোয়িংয়ের দুই ইঞ্জিনের ওয়াইডবডি টুইন-আয়ল জেট বিমানের জন্য করা সবচেয়ে বড় চুক্তি, জানিয়েছে রয়টার্স।

হোয়াইট হাউজের তথ্য অনুযায়ী, বোয়িংয়ের ৭৭৭এক্স এবং ৭৮৭ উড়োজাহাজের সঙ্গে জিই এয়ারোস্পেসের জিই.এন ইঞ্জিনের জন্য দেওয়া এই ক্রয়াদেশ ৯ হাজার ৬০০ কোটি ডলারের।

রয়টার্স লিখেছে, যদিও এই উড়োজাহাজগুলো সরবরাহে কয়েক বছর লেগে যাবে তারপরও এটি মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে ট্রাম্পের হাই প্রোফাইল সফরের একটি বড় অর্জন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

এটি বোয়িং ও তাদের সবচেয়ে বড় ইঞ্জিন সরবরাহকারী জিই-র জন্যও বড় ধরনের জয় হয়ে এসেছে। এসব উড়োজাহাজ বিক্রির মাধ্যমে তাদের বিলিয়ন ডলারের ব্যবসা আরও সম্প্রসারিত হবে। অপরদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কোম্পানি এয়ারবাস, যারা রোলস-রয়েসের ইঞ্জিন ব্যবহার করে, পারস্য উপসাগরীয় অঞ্চলের মতো বিশ্বের উষ্ণতম জলবায়ুগুলোতে উড়োজাহাজ পরিচালনার ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ সমস্যায় ভুগে।

বোয়িং কোম্পানির তথ্য অনুযায়ী, কাতার এয়ারওয়েজ যে ১৬০টি উড়োজাহাজ সরবরাহের আদেশ দিয়েছে সেগুলোর ১৩০টি ৭৮৭ আর বাকি ৩০টি ৭৭৭এক্স মডেলের। এর পাশাপাশি আরও ৫০টি দীর্ঘ পাল্লার উড়োজাহাজ ক্রয় করতে পারে বলে জানিয়ে রেখেছে।

এই চুক্তির পরপরই নিউ ইয়র্কে বোয়িংয়ের শেয়ার দর শূন্য দশমিক ৬ শতাংশ এবং জিই এয়ারোস্পেসের শেয়ারের দর শূন্য দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পায়।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

৭৮৭ উড়োজাহাজগুলোর জন্য কাতার রোলস রয়েসের ট্রেন্ট ১০০০ এর বদলে জিই এয়ারোস্পেসের জিইএনক্স ইঞ্জিন বেছে নেয়। আর বোয়িংয়ের ৭৭৭এক্স উড়োজাহাজগুলোতে শুধু জিই এয়ারোস্পেসের জিই৯এক্স ইঞ্জিনই ব্যবহার করা হয়।

জিই এয়ারোস্পেসের প্রধান নির্বাহী ল্যারি কাল্প এক বিবৃতিতে জানিয়েছেন, ৪০০ জিই ইঞ্জিনের জন্য করা এই চুক্তি জিই এয়ারোস্পেসের এ পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় ক্রয়াদেশ।

কাতার এয়ারওয়েজ মার্চে রয়টার্সকে জানিয়েছিল, তারা বিপুল সংখ্যক ওয়াইডবডি জেট সরবরাহের আদেশ প্রস্তুতে কাজ করছে।

Loading...

ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি বোয়িংয়ের প্রধান নির্বাহী কেলি অটবার্গ ও কাতার এয়ারওয়েজের প্রধান নির্বাহী বদর মোহাম্মদ আল-মীরের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ট্রাম্প জানিয়েছেন, অটবার্গ তাকে বলেছেন যে এটি বোয়িংয়ের ইতিহাসে উড়োজাহাজ সরবরাহে সবচেয়ে বড় ক্রয়াদেশ এটি।

মঙ্গলবার সৌদি আরবের সঙ্গে ১৪,২০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র। চুক্তিটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে বড় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি’ বলে ঘোষণা করেছে হোয়াইট হাউজ। এরপর বুধবার সেখান থেকে কাতার যান মার্কিন প্রেসিডেন্ট। কাতার থেকে ট্রাম্পের সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে।

কাতার এয়ারওয়েজ ইতোমধ্যেই ৯৪টি ৭৭৭এক্স ক্রয়াদেশ দিয়ে রেখেছে। তাদের প্রতিদ্বন্দ্বী এমিরেটস বোয়িংকে ২০৫টি ৭৭৭ক্স সরবরাহে আদেশ দিয়েছে। বোয়িং ২০১৩ সালে এই মডেলের উড়োজাহাজের কর্মসূচী শুরু করার পর এই দুই এয়ারলাইন্স প্রথম ক্রেতাদের মধ্যে ছিল।

Loading...

আরও খবর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Loading...

Loading