বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এবার ভোট দিতে পারবেন প্রবাসীরা: সিইসি
Loading...

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় এবার বিশ্বের যেখানেই থাকুন না কেন প্রবাসী বাংলাদেশিরা ভোট দেওয়ার সুযোগ পাবেন। এটি দেশের গণতন্ত্রের যাত্রায় এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।
সম্প্রতি নির্বাচন কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
সিইসি বলেন, প্রথমবারের মতো প্রবাসীদের ভোটদান প্রক্রিয়াকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সহজ ও কার্যকর করা হচ্ছে। এজন্য অবশ্যই ‘আউট অব কান্ট্রি ভোটিং’-এ রেজিস্ট্রেশন করতে হবে। এ লক্ষ্যে শিগগিরই ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। মোবাইল ফোনে অ্যাপটি ডাউনলোড করলে ধাপে ধাপে নির্দেশনা ভিডিও আকারে পাওয়া যাবে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
তিনি আরও জানান, অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশনের সময় এনআইডি, পাসপোর্টের তথ্য ও প্রবাসের ঠিকানা প্রদান করতে হবে। একইসাথে ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন শেষ হলে প্রবাসী ভোটারের ঠিকানায় ব্যালট পেপার পাঠানো হবে এবং ভোট দেওয়ার পর নির্দিষ্ট খামে সেটি ডাকযোগে ফেরত পাঠাতে হবে।
ভোটের গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, বাংলাদেশি প্রবাসীরা যদি ভোট দিতে চান তবে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। আশা করি, আমাদের প্রবাসী ভাই-বোনেরা এই সুযোগ কাজে লাগাবেন।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
তিনি আরও বলেন, ভোট সংক্রান্ত যাবতীয় তথ্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ, নির্বাচন কমিশনের ওয়েবসাইট, সরকারি গণমাধ্যম ও বিদেশস্থ বাংলাদেশি দূতাবাস থেকে জানা যাবে।
সিইসি এটিকে একটি ঐতিহাসিক সূচনা উল্লেখ করে বলেন, যেমন একটি শিশু প্রথম পদক্ষেপ নেয়, তেমনি এটি প্রবাসী ভোটের প্রথম পদক্ষেপ। আমরা চাই প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণে এই উদ্যোগকে সফল করে তুলতে। প্রযুক্তির সহায়তায় এবার প্রবাসীদের ভোট দেওয়া হবে আরও সহজ ও সহজলভ্য।
Loading...
তিনি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করি এবং বিশ্বের যেকোনো প্রান্তে থাকা প্রতিটি বাংলাদেশির কণ্ঠস্বরকে ভোটের মাধ্যমে শোনার সুযোগ করে দিই।
আরো পড়ুন
- সংযুক্ত আরব আমিরাতে ভিসা ‘নিষেধাজ্ঞা’: বড় ধাক্কা বাংলাদেশের শ্রমবাজারে
- মার্কিন বিমানঘাঁটিতে সামরিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করবে কাতার
- মসজিদে নববীতে কোরআন শেখার সুযোগ দিচ্ছে সৌদি আরব
- ফ্লাইটের চাকার ভেতরে শিয়াল, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালেন যাত্রীরা
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩২ বিলিয়ন ডলার
Loading...
