বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩২ বিলিয়ন ডলার
Loading...

রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে আশাব্যঞ্জকভাবে বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, বৃহস্পতিবার পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.৯৪ বিলিয়ন ডলার, যা প্রায় ৩২ বিলিয়নের কাছাকাছি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ ২৭.১২ বিলিয়ন ডলার।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সাম্প্রতিক সময়ে প্রবাসী আয়ে উল্লখযোগ্য বৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার কারণে রিজার্ভ বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর রিজার্ভ ছিল ২৬.৮০ বিলিয়ন ডলার। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ বেড়েছে পাঁচ বিলিয়নের বেশি।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রেমিটেন্স ও রপ্তানি আয়ের কারণে ব্যাংকগুলোতে ডলারের প্রবাহ বেড়েছে। এসব ব্যাংক অন্য ব্যাংকের কাছে এবং অতিরিক্ত অংশ বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করছে, যা রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
আরিফ হোসেন খান বলেন, “রেমিটেন্স প্রবাহের ইতিবাচক ধারা এবং কেন্দ্রীয় ব্যাংকের নিলামের মাধ্যমে ডলার কেনার প্রভাবেই রিজার্ভ বেড়েছে। গত তিন মাসে বাংলাদেশ ব্যাংক ১৪টি নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলারেরও বেশি কিনেছে।”
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
অর্থনীতিবিদরা বলছেন, রেমিটেন্সের ধারাবাহিক বৃদ্ধি ও রপ্তানি আয় টিকিয়ে রাখা গেলে রিজার্ভ আরও স্থিতিশীল অবস্থায় পৌঁছাতে পারে।
আরো পড়ুন
- সংযুক্ত আরব আমিরাতে ভিসা ‘নিষেধাজ্ঞা’: বড় ধাক্কা বাংলাদেশের শ্রমবাজারে
- মার্কিন বিমানঘাঁটিতে সামরিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করবে কাতার
- মসজিদে নববীতে কোরআন শেখার সুযোগ দিচ্ছে সৌদি আরব
- ফ্লাইটের চাকার ভেতরে শিয়াল, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালেন যাত্রীরা
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩২ বিলিয়ন ডলার
Loading...
