এবার ক্রিকেটেও বিনিয়োগ করছে সৌদি আরব

Loading...

ফুটবলে বিপ্লব ঘটানোর পর এবার ক্রিকেটে পা রাখছে সৌদি আরব। ইউরোপ ও আমেরিকার চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় করে ফুটবল তারকা রোনালদো, বেনজেমাদের নিয়ে সৌদি প্রো লিগকে বিশ্বসেরা লিগগুলোর কাতারে নিয়ে গেছে দেশটি।

সামনে ২০৩৪ ফুটবল বিশ্বকাপও একক আয়োজক হিসেবে করছে সৌদি আরব। এবার তাদের নজর পড়ল ক্রিকেটে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইএলটি২০-এর ম্যাচ অনুষ্ঠিত হবে সৌদি মাটিতেও। সৌদি অ্যারাবিয়ান ক্রিকেট ফেডারেশন (এসএসিএফ) পুরুষ ও নারী উভয় বিভাগেই লিগটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

যদিও সৌদিতে প্রথম ম্যাচ কবে হবে তা এখনও নির্ধারিত হয়নি, তবে এই সিদ্ধান্তে দেশটিতে ভবিষ্যতে নিয়মিত আইএলটি২০ আয়োজনের পথ খুলে গেল।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

চুক্তি অনুযায়ী, এবারের নিলাম থেকেই প্রতিটি দলে অন্তত একজন সৌদি খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে হবে। আগামী বছর দেশটিতে একটি ডেভেলপমেন্ট টুর্নামেন্ট আয়োজন করা হবে এবং ঘরোয়া অবকাঠামো ও প্রতিভা অন্বেষণে যৌথভাবে কাজ করবে আইএলটি২০ ও সৌদি ক্রিকেট ফেডারেশন।

আইএলটি২০ চেয়ারম্যান খালিদ আল জারউনি বলেন, “সৌদি আরব উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশ। ক্রিকেট বিকাশে তাদের অঙ্গীকার অনুপ্রেরণাদায়ক। এই অংশীদারিত্ব আমাদের সীমান্ত ছাড়িয়ে ক্রিকেটকে ছড়িয়ে দিতে সাহায্য করবে।”

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

অন্যদিকে সৌদি ক্রিকেট ফেডারেশনের চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল আল-সৌদ জানান, “এই সহযোগিতা সৌদি আরবে ক্রিকেট উন্নয়নে আমাদের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। ভিশন ২০৩০-এ খেলাধুলা ও সামাজিক সম্পৃক্ততাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তরুণ প্রজন্মকে ক্রিকেটে যুক্ত করতে এটি বড় ভূমিকা রাখবে।”

আইএলটি২০-এর চতুর্থ আসর শুরু হবে আগামী ২ ডিসেম্বর থেকে, চলবে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। আবুধাবি, দুবাই ও শারজাহতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে ছয়টি দল মোট ৩৪টি ম্যাচ খেলবে।

আরো পড়ুন

Loading...

Loading