ইসরায়েলি কূটনীতিকদের দেশ ছাড়ার নির্দেশ দিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট
Loading...

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলের সব কূটনীতিককে দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। গাজায় সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ক্রু হিসেবে থাকা দুই কলম্বিয়ান নাগরিককে ইসরায়েলি বাহিনীর আটক করার ঘটনার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, আটক হওয়া দুই নারী হলেন মানুয়েলা বেদোয়া ও লুনা বারেতো। আন্তর্জাতিক আইন ভঙ্গ করে গাজা উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে তাঁদের আটক করা হয় বলে অভিযোগ উঠেছে।
পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে বলেছেন, এ ঘটনা সত্য হলে এটি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নতুন আন্তর্জাতিক অপরাধ। তিনি ঘোষণা দেন, ইসরায়েলের সঙ্গে করা মুক্ত বাণিজ্য চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল হচ্ছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
এর আগে চলতি বছরের মে মাসে পেত্রো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন। এবার তিনি আরও এক ধাপ এগিয়ে বাকি থাকা সব কূটনৈতিক প্রতিনিধিকে দ্রুত কলম্বিয়া ছাড়ার নির্দেশ দিলেন।
পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যেও পেত্রো ইসরায়েলকে ‘নাৎসি’ আখ্যা দিয়ে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছিলেন। তিনি ফিলিস্তিন মুক্ত করতে আন্তর্জাতিক সামরিক জোট গঠনের প্রস্তাব দিয়েছিলেন এবং ইসরায়েলে অস্ত্রবাহী জাহাজ পাঠানো বন্ধের আহ্বান জানান।
আরো পড়ুন
- গাজার জলসীমায় পৌঁছেছে ফ্লোটিলার এক জাহাজ, পথে আরও ২৩টি
- ইসরায়েলি কূটনীতিকদের দেশ ছাড়ার নির্দেশ দিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট
- চতুর্মুখী ফাঁদ, আকাশপথের টিকিটে প্রতারিত গ্রাহক
- স্ত্রীর নামে লটারির টিকিটে বাজিমাত করলেন প্রবাসী বাংলাদেশি
- কাতারে হামলা হলে পাল্টা হামলা চালাবে আমেরিকা: ট্রাম্পের নির্বাহী আদেশ
Loading...
