১৪ লাখ প্রবাসীর হাতে ই-পাসপোর্ট
Loading...

গ্রাহকের অসচেতনতায় পাসপোর্টে হচ্ছে যত ভুল
দেশে বসবাসকারীদের পাশাপাশি প্রবাসীদেরও ই-পাসপোর্ট সেবার আওতায় আনতে ধারাবাহিকভাবে কাজ করছে পাসপোর্ট অধিদফতর। ইতোমধ্যে দেশের বাইরে ৬৫টি দূতাবাসের মাধ্যমে বিশ্বের ১৪৪টি দেশে প্রবাসীদের ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে।
সর্বশেষ আফ্রিকার দেশ মরক্কোতে বাংলাদেশ দূতাবাসে এ কার্যক্রম উদ্বোধন করেন পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল নূরুল আনোয়ার।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী ১৩ লাখ ৮৫ হাজারের বেশি বাংলাদেশি ই-পাসপোর্ট পেয়েছেন। এ সংখ্যা ইতোমধ্যেই ১৪ লাখে পৌঁছেছে।
মেজর জেনারেল নূরুল আনোয়ার জানিয়েছেন, ধাপে ধাপে সব প্রবাসীকে এ সেবার আওতায় আনা হবে। তিনি বলেন, “ইতোমধ্যেই সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েতসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপে বসবাসরত প্রায় ১৪ লাখ প্রবাসীকে ই-পাসপোর্ট দেওয়া হয়েছে। অচিরেই বিশ্বের সব প্রবাসী বাংলাদেশি এর সুবিধা পাবেন।”
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
ই-পাসপোর্ট চালুর ধারা
২০২০ সালের ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রম উদ্বোধন করেন। বাংলাদেশ ছিল বিশ্বের ১১৯তম দেশ এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম, যারা ই-পাসপোর্ট যুগে প্রবেশ করে। শুরুতে রাজধানীর আগারগাঁও, উত্তরা ও যাত্রাবাড়ী অফিস থেকে দেওয়া হলেও এখন দেশের সব পাসপোর্ট কার্যালয়ে এবং বিদেশের দূতাবাসগুলোতে সেবা চালু হয়েছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
ই-পাসপোর্ট কী?
ই-পাসপোর্ট দেখতে সাধারণ এমআরপি পাসপোর্টের মতো হলেও এর ভেতরে থাকে চিপ ও অ্যান্টেনা। চিপে সংরক্ষিত থাকে পাসপোর্টধারীর ছবি, আঙুলের ছাপ, চোখের আইরিশসহ সব তথ্য। ফলে ভ্রমণকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়।
বাড়তি সুবিধা
ই-পাসপোর্টধারীরা বিমানবন্দরের ই-গেট ব্যবহার করে মাত্র এক মিনিটে নিজেই নিজের ইমিগ্রেশন সম্পন্ন করতে পারেন। কোনো লাইনে দাঁড়াতে হয় না। দেশে ইতোমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি ই-গেট চালু আছে। চট্টগ্রাম, সিলেট ও স্থলবন্দরগুলোতে আরও ৫০টি ই-গেট স্থাপন প্রক্রিয়াধীন।
Loading...
সারসংক্ষেপ
বিশ্বের ১১৮টি দেশে ই-পাসপোর্ট চালু রয়েছে। বাংলাদেশও দ্রুত এই সুবিধা বিস্তৃত করছে। এতে প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণ ও অভিবাসন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও নিরাপদ হয়ে উঠবে।
আরো পড়ুন
- গাজার জলসীমায় পৌঁছেছে ফ্লোটিলার এক জাহাজ, পথে আরও ২৩টি
- ইসরায়েলি কূটনীতিকদের দেশ ছাড়ার নির্দেশ দিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট
- চতুর্মুখী ফাঁদ, আকাশপথের টিকিটে প্রতারিত গ্রাহক
- স্ত্রীর নামে লটারির টিকিটে বাজিমাত করলেন প্রবাসী বাংলাদেশি
- কাতারে হামলা হলে পাল্টা হামলা চালাবে আমেরিকা: ট্রাম্পের নির্বাহী আদেশ
Loading...
