দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হলো কক্সবাজার
Loading...

আন্তর্জাতিক মর্যাদা পেল কক্সবাজার বিমানবন্দর। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে পর্যটন নগরীর এই বিমানবন্দরকে আন্তর্জাতিক হিসেবে ঘোষণা করেছে।
এর মাধ্যমে ঢাকার শাহজালাল, সিলেটের ওসমানী ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের পর দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের কাতারে যুক্ত হলো কক্সবাজার।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
রাষ্ট্রপতির আদেশক্রমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়, যা পরদিন প্রকাশ করা হয়। যুগ্ম সচিব আহমেদ জামিলের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দ্য সিভিল এভিয়েশন রুল, ১৯৮৪-এর রুল ১৬-এর সাব রুল (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করল সরকার। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক রূপ দেওয়ার প্রকল্পের কাজ শুরু হয় ২০২১ সালে। এর আওতায় রানওয়ে সম্প্রসারণ, নতুন টার্মিনাল ভবন নির্মাণ এবং বিমানবন্দরটিকে ২৪ ঘণ্টা ফ্লাইট পরিচালনার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
প্রকল্পটির কাজ শেষ হবে আগামী ডিসেম্বরের মধ্যে। বিদ্যমান ৬ হাজার ৭৭৫ ফুট দৈর্ঘ্যের রানওয়ে সম্প্রসারণ করে ৯ হাজার ফুটে উন্নীত করার কাজ শেষ হবে ২০২৬ সালের শেষ নাগাদ।
কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মুর্তজা হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রস্তুতি প্রায় শেষ। কাস্টমস ও ইমিগ্রেশন সুবিধা ইতোমধ্যে তৈরি করা হয়েছে। সামান্য কিছু কাজ বাকি থাকলেও চাইলে চলতি মাসেই কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সম্ভব।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
তবে এয়ারলাইনসগুলোর আগ্রহ এখনো তেমন দেখা যাচ্ছে না। চট্টগ্রাম ও সিলেট থেকে মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্যসহ বিভিন্ন গন্তব্যে আন্তর্জাতিক ফ্লাইট চললেও কক্সবাজার থেকে এমন রুটে ফ্লাইট বাণিজ্যিকভাবে লাভজনক নয় বলে মনে করছে তারা।
তবে সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস চলতি মাসেই কক্সবাজার থেকে ঢাকা হয়ে কলকাতা রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে বলে জানা গেছে।
আরো পড়ুন
Loading...
