ঘূর্ণিঝড়ে ফিলিপাইনে মৃত্যু ১০০ ছাড়িয়েছে

Loading...

ঘূর্ণিঝড়ে ফিলিপাইনে মৃত্যু ১০০ ছাড়িয়েছে

ফিলিপাইনে টাইফুন কালমেগির আঘাতে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে এখনও নিখোঁজ আছেন ২৬ জন। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

বার্তা সংস্থা আরটিই জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রবল বন্যা ও জলোচ্ছ্বাসে দেশটির কেন্দ্রীয় সেবু প্রদেশের বিভিন্ন শহর ও পৌর এলাকা প্লাবিত হয়। পানির স্রোতে ভেসে যায় গাড়ি, নদীর তীরে গড়ে ওঠা ঘরবাড়ি এমনকি বিশাল আকারের কনটেইনারও।

সেবু প্রাদেশিক সরকারের মুখপাত্র রন রামোস আজ (বুধবার) সকালে জানান, সেবু সিটির মেট্রোপলিটন এলাকার অংশ লিলোয়ান শহর থেকে এখন পর্যন্ত ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে প্রদেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

এর আগে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার উপপ্রধান রাফায়েলিতো আলেহান্দ্রো নিশ্চিত করেছেন, অন্যান্য প্রদেশে আরও কমপক্ষে ১৭ জন মারা গেছেন।

তিনি বলেন, “মূল শহরগুলোতেই বন্যার প্রভাব সবচেয়ে ভয়াবহ ছিল, যেগুলো উচ্চমাত্রায় নগরায়িত অঞ্চল। এমন বন্যা কখনো দেখিনি।”

সরকারি হিসাব অনুসারে, মৃত ব্যক্তিদের মধ্যে একটি সামরিক হেলিকপ্টারের ছয়জন ক্রুও আছেন। সেবুর দক্ষিণে মিন্দানাও দ্বীপে ত্রাণ তৎপরতায় সহযোগিতার জন্য হেলিকপ্টারটিকে পাঠানো হয়েছিল।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading