আপনার নামে কতগুলো সিম আছে, কীভাবে জানবেন
Loading...

আপনার নামে কতগুলো সিম আছে, কীভাবে জানবেন
আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে বর্তমানে কতটি সিম নিবন্ধিত আছে, তা জানেন কি? অনেকেই জানেন না তাদের এনআইডি দিয়ে অন্য কেউ গোপনে সিম তুলেছে কিনা। অথচ এটি জানা অত্যন্ত জরুরি—কারণ এর সঙ্গে জড়িত আপনার ব্যক্তিগত নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা।
বিশেষজ্ঞরা বলছেন, নিজের অজান্তে আপনার নামে নেওয়া কোনো সিম সক্রিয় থাকলে সেটি প্রতারণা, আর্থিক জালিয়াতি বা সাইবার অপরাধে ব্যবহৃত হতে পারে। তাই নিয়মিত নিজের নামে নিবন্ধিত সিমগুলোর তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০টি সিম নিজের জাতীয় পরিচয়পত্রে নিবন্ধন করতে পারবেন। আগে এই সীমা ছিল ১৫টি।
বিটিআরসি জানিয়েছে, নতুন নিয়মটি ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। অর্থাৎ এখন থেকে ১০টির বেশি সিম একটি এনআইডিতে নিবন্ধন করা যাবে না। যাদের বর্তমানে ১০টির বেশি সিম রয়েছে, তাদের ক্ষেত্রে ‘দৈবচয়ন’ বা র্যান্ডম সিলেকশনের মাধ্যমে অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেওয়া হবে।
এই পদক্ষেপের মাধ্যমে সিম ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো এবং বিভিন্ন ধরনের প্রতারণা রোধ করাই মূল উদ্দেশ্য।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
কীভাবে জানবেন আপনার নামে কতটি সিম নিবন্ধিত আছে
এনআইডি দিয়ে আপনার নামে নিবন্ধিত সিমের সংখ্যা জানা খুবই সহজ। এজন্য আপনার প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা।
আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *16001# টাইপ করে কল করুন। কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্রিনে একটি ইউএসএসডি বক্স দেখা যাবে, যেখানে আপনার এনআইডির শেষ চারটি সংখ্যা প্রবেশ করাতে হবে।
সংখ্যাগুলো লিখে ‘সেন্ড’ বাটনে ট্যাপ করার পর ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে আপনার এনআইডিতে কতটি সিম নিবন্ধিত আছে এবং কোন কোন অপারেটরের সঙ্গে যুক্ত।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
তবে নিরাপত্তার কারণে নিবন্ধিত নাম্বারগুলো সম্পূর্ণভাবে প্রদর্শিত হয় না। প্রতিটি নাম্বারের প্রথম ও শেষ তিনটি ডিজিট দেখা যায়। শেষের তিনটি সংখ্যার মাধ্যমে সহজেই বুঝতে পারবেন, আপনার নামে কোনো অপরিচিত বা সন্দেহজনক সিম সক্রিয় আছে কিনা।
বিশেষজ্ঞদের পরামর্শ, নিজের নামে থাকা সিমের সংখ্যা অন্তত বছরে একবার যাচাই করে নেওয়া উচিত। এতে অজান্তে আপনার নামে নেওয়া কোনো সিম প্রতারণামূলক কাজে ব্যবহারের আগেই তা বন্ধ করার ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
আরো পড়ুন
Loading...






