কাতারের আলওয়াজবা এলাকায় নতুন পেট্রোল স্টেশন চালু করছে ওকুদ। এই নিয়ে কাতারে ওকুদের পেট্রোল স্টেশনের সংখ্যা দাঁড়ালো ১০৬।
আলওয়াজবা-৩ নামে এই পেট্রোল স্টেশনটি ১৫,৫০০ বর্গমিটার জায়গা জুড়ে নির্মিত হয়েছে। আছে তিনটি লেন এবং ৯টি ডিসপেনসার। এছাড়া সিদরা স্টোর এবং ম্যানুয়ার কার ওয়াশ, ওয়েল চেঞ্জ ও টায়ার রিপেয়ারের ব্যবস্থাও রয়েছে।
নতুন এই স্টেশনটির ফলে আলওয়াজবা এলাকাবাসী বিশেষভাবে উপকৃত হবে বলে জানায় ওকুদ।
কাতারের সব খবর সবার আগে পেতে আজই লাইক দিয়ে যুক্ত থাকুন এই পেজে
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com