কাতারে আলহাজম মলে চলমান পারফিউম মেলা বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আয়োজকদের পক্ষ থেকে করোনাভাইরাস সম্পর্কিত বিধি নিষেধ যথাযথভাবে মেনে চলার প্রতিশ্রুতি পেলে তা পুনরায় চালুর অনুমতি দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
এর আগে দুদিনের জন্য মেলাটি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়।
এর কারণ হিসেবে জানানো হয়, মেলায় আগত দর্শনার্থী ও ক্রেতারা করোনাভাইরাস সম্পর্কিত সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম মেনে চলছিলেন না। এমনকি অনেকের মুখে মাস্কও ছিল না।
তাছাড়া বেশি দর্শনার্থীর সমাগম হওয়ায় তাতে স্বাস্থ্যঝুকি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এসব কারণে মেলাটি বন্ধ করে দেয় কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com