ফ্রি ফ্লাইটে ঘুরে আসুন জাপান, অফার দিচ্ছে জাপান এয়ারলাইনস

Loading...

জাপান ভ্রমণকারীদের জন্য দারুণ খবর! জাপান এয়ারলাইনস (JAL) এক বিশেষ প্রোগ্রাম ঘোষণা করেছে, যেখানে আন্তর্জাতিক পর্যটকরা দেশের ভেতরে একেবারে ফ্রি ফ্লাইটে ঘুরে দেখতে পারবেন।

এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো টোকিও, ওসাকা বা কিয়োটোর বাইরের কম পরিচিত সুন্দর অঞ্চলগুলো পর্যটকদের দেখানো এবং ভ্রমণ খরচ বাঁচানো।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

কারা উপভোগ করতে পারবেন:
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, থাইল্যান্ড, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভারত, চীন ও তাইওয়ানের পর্যটকরা এই বিশেষ অফারের আওতায় থাকবেন। বাংলাদেশও শিগগিরই এই সুযোগ পাবে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

ফ্রি মানেই পুরোপুরি ফ্রি নয়:
যাত্রীদের আগে অবশ্যই JAL-এর আন্তর্জাতিক রিটার্ন ফ্লাইট বুক করতে হবে। একই বুকিংয়ে জাপানের অভ্যন্তরীণ ফ্লাইট যুক্ত করলে সেই ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে। তবে শর্ত হলো—এই অফার কেবল JAL পরিচালিত ফ্লাইটের জন্য প্রযোজ্য।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

কিভাবে কাজ করবে:
১. আন্তর্জাতিক ফ্লাইট বুক করুন – JAL-এর একটি যোগ্য রিটার্ন আন্তর্জাতিক ফ্লাইট বুক করতে হবে।
২. একই বুকিংয়ে অভ্যন্তরীণ ফ্লাইট যুক্ত করুন – জাপানের যেকোনো গন্তব্যে একটি ফ্লাইট যোগ করুন।
৩. ভাড়া মওকুফ হবে – একই বুকিং করলে JAL অভ্যন্তরীণ ফ্লাইটের ভাড়া পুরোপুরি মওকুফ করবে।

এই অফার ভ্রমণপিপাসুদের জন্য দারুণ সুযোগ, যেখানে নতুন জাপানের অঞ্চল ঘুরে দেখা যাবে এবং ভ্রমণ খরচও কমানো যাবে।

আরো পড়ুন

Loading...

Loading