এক ভিসায় ঘোরা যাবে উপসাগরীয় ৬ দেশ

Loading...

চলতি বছরের শেষ প্রান্তিকেই চালু হচ্ছে জিসিসি ইউনিফাইড ট্যুরিস্ট ভিসা

ইউরোপের শেনজেন ভিসার মতো একক ভিসায় এবার উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয়টি দেশে ভ্রমণের সুযোগ আসছে। চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এই যৌথ পর্যটন ভিসার পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছে জিসিসিভুক্ত দেশগুলো।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

‘জিসিসি ইউনিফাইড ট্যুরিস্ট ভিসা’

নতুন এই ভিসার নাম রাখা হয়েছে ‘জিসিসি ইউনিফাইড ট্যুরিস্ট ভিসা’ বা ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’। এর মাধ্যমে পর্যটকরা এক ভিসায় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার ও বাহরাইন—এই ছয়টি দেশে অবাধে ভ্রমণ করতে পারবেন।

সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটন মন্ত্রী আব্দুল্লাহ বিন তোউক আল মারি জানিয়েছেন, “আঞ্চলিক সংহতি জোরদার এবং উপসাগরীয় অঞ্চলকে একক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার অংশ হিসেবেই এই ভিসা ব্যবস্থা চালু করা হচ্ছে।”

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

পর্যটন খাতে অভূতপূর্ব প্রবৃদ্ধি

মন্ত্রী জানান, ২০২৫ সালের মধ্য সেপ্টেম্বর পর্যন্ত হসপিটালিটি, এভিয়েশন, এয়ার ট্রান্সপোর্ট, এভিয়েশন প্রযুক্তি ও ডিজিটাল পর্যটন খাতে বাণিজ্যিক লাইসেন্সের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৪৬টি, যা ২০২০ সালের তুলনায় ২৭৫ শতাংশ বেশি।

এই প্রবৃদ্ধিকে তিনি সংযুক্ত আরব আমিরাতের ব্যবসা ও বিনিয়োগ সংস্কারের ফল বলে উল্লেখ করেন। তার মতে, “পর্যটন আজ আমাদের অর্থনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার খাত।”

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

সীমানাহীন ভ্রমণের সুবিধা

‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’টি ২০২৩ সালে মন্ত্রীপরিষদ পর্যায়ে অনুমোদন পেয়েছে। একটি ডিজিটাল আবেদন প্ল্যাটফর্মের মাধ্যমে ভ্রমণকারীরা একাধিক দেশের সফর পরিকল্পনা করতে পারবেন।

পাইলট প্রকল্পটি চলতি বছরের শেষ দিকেই শুরু হবে এবং ধাপে ধাপে পুরো অঞ্চলে কার্যকর হবে বলে জানা গেছে।

Loading...

আঞ্চলিক পর্যটনের চিত্র

২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে ৩.৩ মিলিয়ন জিসিসি পর্যটক সফর করেছেন, যা দেশটির মোট হোটেল অতিথির ১১ শতাংশ। এর মধ্যে—

  • সৌদি আরব: ১.৯ মিলিয়ন (৫৮%)
  • ওমান: ৭৭৭,০০০ (২৪%)
  • কুয়েত: ৩৮১,০০০ (১২%)
  • বাহরাইন: ১,২৩,০০০ (৪%)
  • কাতার: ৯৩,০০০ (৩%)

নতুন একক ভিসা কার্যকর হলে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

Loading...

সংযুক্ত আরব আমিরাতের চলমান উদ্যোগ

আল মারি জানান, পর্যটন খাত শক্তিশালী করতে সংযুক্ত আরব আমিরাত বেশ কিছু কর্মসূচি নিয়েছে, যার মধ্যে রয়েছে—

  • ডিসেম্বরের মধ্যে ‘ওয়ার্ল্ডস কুলেস্ট উইন্টার’ প্রচারণার ষষ্ঠ সংস্করণ
  • অক্টোবর মাসে ইউএই–আফ্রিকা পর্যটন বিনিয়োগ সম্মেলন
  • পর্যটন ও হসপিটালিটি খাতে স্থানীয় জনশক্তি প্রশিক্ষণ
  • স্টার্টআপ ও ট্যুরিজম টেক উদ্যোগে প্রণোদনা প্রোগ্রাম

Loading...

ভিসা চালুর প্রভাব

চলতি বছরের শেষ দিকে একক জিসিসি ভিসা চালু হলে উপসাগরীয় দেশগুলোর মধ্যে ভ্রমণ শেনজেন অঞ্চলের মতো সহজ ও সাশ্রয়ী হয়ে উঠবে। পর্যটকদের জন্য এর অর্থ—একটি ভিসায় ছয়টি দেশের ভ্রমণ, এবং উপসাগরীয় পর্যটন বাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন।

আরো পড়ুন

Loading...

Loading