প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সেও কর বসানোর প্রস্তাব আইএমএফের
Loading...

প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত টাকাতেও এবার কর আরোপের প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, ঋণের কিস্তি ছাড়ের শর্ত হিসেবে রেমিট্যান্সের ওপর কর আরোপ করতে হবে। তবে সরকার এই প্রস্তাবকে অবাস্তব ও অনুপযুক্ত বলে জানিয়েছে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একাধিক সূত্র জানিয়েছে, রাজস্ব ঘাটতি পূরণের লক্ষ্যে আইএমএফ শুধু রেমিট্যান্স নয়, লোকসানি ব্যবসার ওপরও নতুন করে কর বসানোর শর্ত দিয়েছে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী সংগঠনগুলো এই প্রস্তাবকে “আত্মঘাতী” বলে আখ্যায়িত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি ২০২৪–২৫ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩০.৩২ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬.৮০ শতাংশ বেশি। ২০২৩–২৪ অর্থবছরে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৩.৯১ বিলিয়ন ডলার। আড়াই শতাংশ প্রণোদনার কারণে রেমিট্যান্সপ্রবাহে এ ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
এনবিআরের করনীতি সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন,
“আইএমএফ অনেক প্রস্তাব দেয়, কিন্তু সবকিছু বাস্তবায়ন করা সম্ভব নয়। রেমিট্যান্সের ওপর কর বসানো আমাদের অর্থনৈতিক বাস্তবতায় উপযুক্ত নয়। জাতীয় স্বার্থই এখানে মুখ্য।”
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানও একই মন্তব্য করেন। তিনি বলেন,
“আমাদের মতো দেশে এখন রেমিট্যান্সে কর বসানো সম্ভব নয়। ব্যালান্স অব পেমেন্ট ও রিজার্ভে চাপ রয়েছে। আইএমএফ চাইলে হলেও আমরা রাজি হব না।”
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
অন্যদিকে, লোকসানি ব্যবসার ওপরও কর আরোপের প্রস্তাবে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। আইএমএফ বলেছে, কোনো প্রতিষ্ঠান লোকসান করলেও ন্যূনতম কর দিতে হবে। ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে তিন কোটি টাকার বেশি বার্ষিক টার্নওভার থাকলে ০.৬০ শতাংশ হারে এই কর প্রযোজ্য থাকবে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেন,
“ন্যূনতম করহার বাড়ালে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এতে ব্যবসা সম্প্রসারণের বদলে সংকুচিত হবে।”
Loading...
এনবিআর চেয়ারম্যান বলেন,
“ন্যূনতম কর আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতি। তবে সবার আগে কর ব্যবস্থায় শৃঙ্খলা ও সুশাসন দরকার। সবাই কর দিলে এতো ঘাটতি থাকত না।”
আইএমএফের পরবর্তী মিশন এই অক্টোবরে ঢাকায় আসছে ৪৭০ কোটি ডলার ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের আগে। এই সফরকে কেন্দ্র করে সংস্থাটি ভ্যাট, আয়কর ও কাস্টমসে পূর্ণ অটোমেশন, একক ভ্যাটহার (১৫%), তথ্য আদান-প্রদানের সমন্বয় ও মাঠপর্যায়ে রাজস্ব তদারকি জোরদারের পরামর্শ দিয়েছে।
Loading...
অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্সে কর আরোপ করলে বৈধ চ্যানেলে টাকা পাঠানোর আগ্রহ কমে যাবে এবং হুন্ডি ব্যবসা আবার মাথাচাড়া দিতে পারে—যা অর্থনীতির জন্য বড় ঝুঁকি।
আরো পড়ুন
- সংযুক্ত আরব আমিরাতে ভিসা ‘নিষেধাজ্ঞা’: বড় ধাক্কা বাংলাদেশের শ্রমবাজারে
- মার্কিন বিমানঘাঁটিতে সামরিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করবে কাতার
- মসজিদে নববীতে কোরআন শেখার সুযোগ দিচ্ছে সৌদি আরব
- ফ্লাইটের চাকার ভেতরে শিয়াল, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালেন যাত্রীরা
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩২ বিলিয়ন ডলার
Loading...
