বিগ টিকিটে সৌভাগ্য ফিরলো বাংলাদেশি আলীর

Loading...

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসীর জীবনে এসেছে অনন্য আনন্দের মুহূর্ত। বিগ টিকিটের সিরিজ ২৭৯-এর সাপ্তাহিক ড্রতে ৫০,০০০ দিরহাম জিতে নিয়েছেন ৩৫ বছর বয়সী আলী হুসাইন মোসন আলী।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

দুই দশক ধরে আবুধাবিতে শ্রমিক হিসেবে কাজ করছেন আলী। ৩১ জন বন্ধুকে নিয়ে গড়া একটি গ্রুপের সদস্য তিনি। এই গ্রুপটি গত ১২ বছর ধরে নিয়মিতভাবে বিগ টিকিট কিনে আসছে। এবারও তারা একসঙ্গে টিকিট কিনেছিলেন—আর তাতেই খুলে গেলো তাদের ভাগ্যের দরজা।

বিগ টিকিট কর্তৃপক্ষের ফোন পেয়ে আলী জানান, “জয়ের খবর শুনে আমি ভীষণ খুশি হয়েছি। এটা হয়তো খুব বড় পুরস্কার নয়, কিন্তু আমাদের সবার জন্য এটি আনন্দের মুহূর্ত। আমার পরিবার ও গ্রুপের সদস্যদের পরিবারও এখন এই আনন্দ ভাগ করে নিচ্ছে।”

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

গ্রুপের সিদ্ধান্ত অনুযায়ী, তারা পুরস্কারের টাকা সমানভাবে ভাগ করে নেবেন এবং এর একটি অংশ পুনরায় ভবিষ্যতের বিগ টিকিট ড্রতে বিনিয়োগ করবেন।

আলী বলেন, “আমরা সবাই খুবই উচ্ছ্বসিত। ভবিষ্যতের ড্রগুলোতেও অংশ নিয়ে আবার ভাগ্য পরীক্ষা করবো।”

এর আগে বেশ কয়েকজন বাংলাদেশিও বিগ টিকিটে জয় পেয়েছিলেন। তবে আলী তাদের গ্রুপের অন্তর্ভুক্ত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত অংশগ্রহণকারীদের মধ্য থেকে এমন সৌভাগ্যবান বিজয়ী উঠে আসা সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী সমাজে এক অনুপ্রেরণার গল্প তৈরি করছে।

আরো পড়ুন

Loading...

Loading