দেশে ফিরল সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ, একসঙ্গে জানাজা

Loading...

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে পৌঁছেছে। শনিবার রাত সোয়া ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। রাত ৯টা ২০ মিনিটে বিমানবন্দর কর্তৃপক্ষ লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

নিহতরা সবাই ওমানের সাগরে মাছ ধরার কাজ করতেন। তারা হলেন—আমিন মাঝি (৫০), মো. সাহাবুদ্দিন (২৮), মো. বাবলু (২৮), মো. রকি (২৭), মো. আরজু (২৬), মো. জুয়েল (২৮) এবং মোশারফ হোসেন রনি (২৬)।

গত ৮ অক্টোবর ওমানের ধুকুম প্রদেশের সিদরা এলাকায় তাদের বহনকারী একটি গাড়ির সঙ্গে অন্য গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

নিহত আমিন মাঝির ভাই আলী আজগর জানান, তারা বিমানবন্দর থেকে লাশ বুঝে পেয়েছেন এবং রবিবার সকালে সন্দ্বীপে নিয়ে যাবেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৯টা ১৫ মিনিটে পূর্ব সন্দ্বীপ উচ্চবিদ্যালয় মাঠে সাত প্রবাসীর জানাজার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, “সাতজন রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু সন্দ্বীপবাসীকে গভীরভাবে শোকাহত করেছে। যাতে সবাই অংশ নিতে পারেন, তাই একসঙ্গে জানাজার আয়োজন করা হয়েছে।”

Loading...

Loading