ভাগ্য পরিবর্তনের আশায় গিয়ে লাশ মিলল মরুভূমিতে
Loading...

নিখোঁজের ১৫ দিন পর সৌদি আরবের আল কাসিম এলাকায় মরুভূমি থেকে মাদারীপুরের প্রবাসী তরুণ সবুজ মাতুব্বরের (২৪) মরদেহ উদ্ধার করেছে সৌদি পুলিশ।
গত সোমবার মরুভূমিতে বালু ও পাথরচাপা অবস্থায় তাঁর মরদেহটি পাওয়া যায়। সবুজের মৃত্যুর খবর পৌঁছাতেই তাঁর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
সবুজ মাতুব্বর মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের ভ্যানচালক আবদুল জলিল মাতুব্বরের একমাত্র ছেলে। ভাগ্য পরিবর্তনের আশায় তিনি আট মাস আগে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন।
পরিবারের বরাতে জানা গেছে, শুরুতে সবুজ রিয়াদে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করতেন। পরে ভালো কাজের আশায় আল কাসিম এলাকায় একটি বাগানে কাজ নেন। সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর রাতে বাবার সঙ্গে তাঁর কথা হয়। তখন তিনি বাড়িতে মিলাদ পড়ানোর জন্য টাকা পাঠানোর কথা জানান। ১ অক্টোবর সকালে টাকা পাঠানোর কথা থাকলেও এরপর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
স্বজনেরা জানায়, সৌদিতে থাকা অন্য বাংলাদেশিদের মাধ্যমে জানতে পারেন, ১ অক্টোবর সকালে বাসা থেকে বের হওয়ার পর সবুজ আর ফিরে আসেননি। স্থানীয় প্রবাসীরা সৌদি পুলিশের সহযোগিতা চান। দীর্ঘ অনুসন্ধানের পর গত সোমবার পুলিশ মরুভূমিতে একটি মরদেহ উদ্ধার করে, যা পরে সবুজের বলে শনাক্ত হয়।
বুধবার সকালে সবুজের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকস্তব্ধ পরিবার ও স্বজনেরা বারবার অজ্ঞান হয়ে পড়ছেন। মা সেলিনা বেগম কেঁদে কেঁদে বলছেন, “আমার বাজান আমাগো ছাইড়া যাইতে পারে না।” বাবা জলিল মাতুব্বর বলেন, “একটাই পোলা আমার। মিলাদের জন্য টাকা পাঠাইতে চেয়েছিল। এখন লাশ পাইছি ওর।”
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
চাচা খোকন মাতুব্বর জানান, সবুজ নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সবাই দিনরাত উদ্বেগে ছিলেন। “সোমবার পুলিশ মরুভূমিতে লাশ পায়। পোশাক দেখে সবাই চিনতে পারে—এটাই আমাদের সবুজ। একমাত্র ছেলেকে ঋণ করে বিদেশ পাঠানো হয়েছিল, এখন সব শেষ।”
প্রতিবেশী মান্নান ফকির বলেন, “সবুজের এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। মা-বাবা দুজনেই অসুস্থ হয়ে পড়েছেন। আমরা সরকারের কাছে আবেদন করছি, যেন তাঁর লাশ দ্রুত দেশে আনা হয়।”
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, “সবুজের পরিবারের পাশে প্রশাসন থাকবে। তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আরো পড়ুন
Loading...
