দোহায় বসছে পাকিস্তান-তালেবান বৈঠক, মধ্যস্থতায় কাতার
Loading...

সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও আফগান মাটি ব্যবহারকারী অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিষয়ে সমাধান খুঁজতে পাকিস্তান ও আফগান তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তারা দোহায় বৈঠকে বসতে যাচ্ছেন। আলোচনায় মধ্যস্থতা করবে কাতার।
শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ইসলামাবাদ আলোচনায় প্রস্তুত—যদি কাবুল তাদের বৈধ নিরাপত্তা উদ্বেগের বিষয়ে আন্তরিকতা দেখায়। তিনি জানান, আফগান মাটি থেকে পরিচালিত সন্ত্রাসী নেটওয়ার্কের বিষয়ে বারবার আহ্বান জানানো হলেও কাবুল কার্যকর ব্যবস্থা নেয়নি।
সাম্প্রতিক সীমান্তপারে প্রাণঘাতী হামলার পর পাকিস্তানের ধৈর্য শেষের পথে বলেও সতর্ক করেন তিনি।
বুধবার পাকিস্তান ও আফগান তালেবান উভয়েই সীমান্তে অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফগান পক্ষের অনুরোধে এই যুদ্ধবিরতি কার্যকর করা হয় এবং উভয় পক্ষ সংলাপের মাধ্যমে সমাধানের চেষ্টা করবে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
এদিকে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে উত্তেজনা প্রশমনে। কাতার জানিয়েছে, তারা পাকিস্তান ও আফগান তালেবান সরকারের মধ্যে সংলাপ পুনরুজ্জীবনে গঠনমূলক ভূমিকা রাখতে চায়। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. আবদুলআজিজ আল-খুলাইফির বার্তা পেয়েছেন, যেখানে কাতার পাকিস্তানের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকার প্রশংসা করেছে।
সাম্প্রতিক সংঘর্ষে তোরখাম ও চামান সীমান্ত ক্রসিং বন্ধ রয়েছে। গত সপ্তাহে কাবুলে টিটিপি প্রধানকে লক্ষ্য করে পাকিস্তানের বিমান হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়। আফগান বাহিনীর পাল্টা হামলার জবাবে পাকিস্তান আফগান ভূখণ্ডে সন্ত্রাসী আস্তানাগুলোতে নির্ভুল হামলা চালায়।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
তালেবান সরকার পরবর্তীতে সৌদি আরব ও কাতারের মাধ্যমে যুদ্ধবিরতির মধ্যস্থতা চায়। পাকিস্তান এতে রাজি হয় শর্তসাপেক্ষে—কাবুল যদি তাদের নিরাপত্তা উদ্বেগ নিরসনে দৃশ্যমান পদক্ষেপ নেয়। অন্যথায় ইসলামাবাদ আফগান ভূখণ্ডে সামরিক অভিযান পুনরায় শুরু করবে বলে জানিয়েছে।
আরো পড়ুন
Loading...
