১৬ নভেম্বর থেকে প্রবাসীদের জন্য উন্মুক্ত হবে নির্বাচনী অ্যাপ: কমিশনার সানাউল্লাহ

Loading...

আগামী ১৬ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে নির্বাচনী অ্যাপ, যার মাধ্যমে তারা ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন। একই সঙ্গে অ্যাপে থাকবে ব্যালট অপশন—যেখানে ‘হ্যাঁ’ বা ‘না’ বেছে জানাতে পারবেন তারা ভোট দিতে চান কিনা।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

বুধবার (২২ অক্টোবর) রাজধানীতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

তিনি বলেন, “প্রবাসীদের ভোট প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে এই অ্যাপ চালু করা হচ্ছে। এর মাধ্যমে তারা সহজেই রেজিস্ট্রেশন ও ভোটদানের ইচ্ছা প্রকাশ করতে পারবেন।”

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

কমিশনার সানাউল্লাহ আরও বলেন, “আসন্ন নির্বাচন হবে দেশের ইতিহাসে দৃষ্টান্তমূলক। নির্বাচন কমিশন তা দেখিয়ে দিতে চায়। এজন্য আগে থেকেই সব প্রস্তুতি নিতে হবে।”

একই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনকালে ম্যাজিস্ট্রেটদের কোনো চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। “নির্বাচন কমিশনও কোনো বেআইনি নির্দেশনা দেবে না, বরং আইন অনুযায়ী কাজ করবে,” বলেন তিনি।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

তিনি আরও যোগ করেন, “ভোটের দিন মাঠে গিয়ে ব্যবস্থা নিলে হবে না, আগেই প্রস্তুতি নিতে হবে—যাতে সুষ্ঠু ভোট নিশ্চিত হয়।”

অন্যদিকে, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, এবারের নির্বাচনে ভালোভাবে দায়িত্ব পালন করলে কর্মকর্তারা পুরস্কার পাবেন। তিনি বলেন, “নির্বাচন নিয়ে ভয় নেই। ৫ আগস্টের পর মাঠ প্রশাসনের অস্থিতিশীলতা কেটে গেছে। এখন সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।”

Loading...

আরেক কমিশনার আব্দুর রহমানেল মাছউদ মাঠ প্রশাসনের প্রতি প্রশ্ন রেখে বলেন, “রাতের ভোট কে করেছে? নির্বাচন কমিশন কি গিয়ে ব্যালট মেরেছে?” তিনি সতর্ক করে বলেন, “এই নির্বাচন যদি ভালোভাবে সম্পন্ন না হয়, তাহলে সারা বিশ্বে আমরা নিন্দিত জাতি হিসেবে বিবেচিত হব।”

শেষে কমিশনার তাহমিদা আহমদ ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে বলেন, “অতিসাহসী বা অতি উৎসাহী না হয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার স্বচ্ছ নির্বাচন আয়োজন করতে হবে।”

আরো পড়ুন

Loading...

Loading