প্রবাসীদের সভা-সমাবেশে কড়াকড়ি: সতর্ক করল দূতাবাস

Loading...

প্রবাসীদের সভা-সমাবেশে কড়াকড়ি: সতর্ক করল দূতাবাস

সৌদি আরবে অনুমতি ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন বা তাতে অংশ না নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।

সম্প্রতি এমন কিছু কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে কয়েকজন বাংলাদেশিকে সৌদি পুলিশ গ্রেফতার করার পর এ সতর্কতা জারি করা হয়।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

বুধবার (৫ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সৌদি আরবের বিভিন্ন এলাকায় অনুমতি ছাড়া ইভেন্ট আয়োজন, হোটেল-রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসায় সমাবেশ করা ও সংগঠনের নামে ব্যানার ব্যবহার করে অনুষ্ঠান করার অভিযোগ পাওয়া গেছে।

এসব কার্যক্রম সৌদি আরবের আইন লঙ্ঘন হওয়ায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

দূতাবাস আরও জানায়, সৌদি আরবে যে কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন বা অংশগ্রহণের জন্য কর্তৃপক্ষের অনুমতি বাধ্যতামূলক। আইন লঙ্ঘন করলে শাস্তির মুখে পড়তে হবে। তাই কোনো অননুমোদিত কার্যক্রমে অংশ না নিতে প্রবাসীদের অনুরোধ জানানো হচ্ছে।

এছাড়া সৌদি আরবের আইন-কানুন কঠোরভাবে মেনে চলতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

ফেসবুকে আমাদের পাশে থাকুন

আরও পড়ুন

Loading...

Loading