‘আমি প্রবাসী’-এর পরিবর্তে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ওইপি’ উদ্বোধন
Loading...

প্রবাসীদের জন্য ‘আমি প্রবাসী’ ডিজিটাল প্ল্যাটফর্মের পরিবর্তে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি)’ চালু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর সহায়তায় তৈরি এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিএমইটি থেকে সরাসরি বহির্গমন ছাড়পত্র, প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন সার্টিফিকেটসহ বিভিন্ন সেবা অনলাইনে পাওয়া যাবে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
বুধবার (২০ আগস্ট) মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ নজরুলের একান্ত সচিব সারওয়ার আলম বলেন, এটি সরকারের নিজস্ব প্ল্যাটফর্ম। এর ফলে বিদেশগামী কর্মীরা স্বল্প সময় ও কম খরচে বহির্গমন ছাড়পত্র নিতে পারবেন।
নতুন এই ব্যবস্থায় বিদেশে কর্মসংস্থান প্রত্যাশী ব্যক্তি, রিক্রুটিং এজেন্সি, বিদেশি নিয়োগকর্তা ও বাংলাদেশ মিশনের তথ্য একত্রে সংরক্ষিত থাকবে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
তিনি আরও জানান, কোনো নিয়োগকর্তা এই পোর্টাল থেকে চাহিদা অনুযায়ী যোগ্য কর্মী বাছাই করতে পারবেন। কর্মী নির্বাচিত হলে তার ফোন নম্বরে বার্তা পাঠানো হবে, যাতে কর্মী বুঝতে পারবেন যে তাকে নির্বাচিত করা হয়েছে। এতে দালালের প্রয়োজন পড়বে না।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশি নিয়োগকর্তারা অনলাইনে চাকরির প্রস্তাব, ভিসা বা কর্মসংস্থান চুক্তি দাখিল করতে পারবেন।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
এরপর বাংলাদেশ দূতাবাস তথ্য যাচাই করে সত্যায়ন করবে, যা অনলাইনে সরাসরি বিএমইটিতে পৌঁছাবে। ফলে নিয়োগকর্তা বা তার প্রতিনিধি দূতাবাসে উপস্থিত না হয়েও প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
অধিকর্তারা আশা করছেন, ‘ওইপি’ প্ল্যাটফর্ম চালুর ফলে বিদেশগামী কর্মীদের জন্য প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত হবে।
আরো পড়ুন
Loading...






